উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)
ভোলার দৌলতখানের মেঘনা চ্যানেল থেকে তিন দিনেও উদ্ধার হয়নি সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট বোঝাই জাহাজ। এরআগে শুক্রবার দুপুরে দৌলতখান থানার পেছনে পাতার খাল সংলগ্ন মাছঘাটের তীর থেকে জাহাজ এমভি সৌমি-১ ডুবে যায়। এরপর আজ রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার করা হয়নি।
জানা যায়, শুক্রবার দুপুরে গভীর মেঘনার চ্যানেল দিয়ে চলন্ত অবস্থায় এমভি সৌমি- ১ জাহাজ মেঘনার ডুবোচরে আটকে যায়। এ সময় আবুল খায়ের লিমিটেড গ্রুপের জাহাজ এমভি টিটু- ৫৪ সজোরে ধাক্কা দিলে জাহাজের পেছনের বাম সাইড ফেঁটে পানি ঢুকে ঘটনাস্থলেই ডুবে যায়। এতে সাড়ে ১৮ হাজার বস্তা ৭০ লাখ ৫৬ হাজার টাকার সিমেন্ট নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুর ইসলাম আমার দেশকে জানান, আবুল খায়ের গ্রুপের এমভি টিটু- ৫৪ জাহাজটি দ্রুত গতিতে সৌমি জাহাজের দিকে আসতে থাকে। বারবার টিটু- ৫৪ জাহাজটিকে ভিএইচএফ মেরিন রেডিওতে সতর্ক করা হয়েছে। এতে কোনো সাড়া মেলেনি। জাহাজের ৭০ লাখ ৫৬ হাজার টাকার সিমেন্ট ও বিভিন্ন মালামালসহ পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আমিনুর ইসলাম আমার দেশকে জানিয়েছেন, ঢাকা থেকে উদ্ধারকারী দল না আসায় তিন দিনেও জাহাজটি উদ্ধার করা যায়নি।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আমার দেশকে জানান, জাহাজের মাস্টার আমিনুর ইসলাম এমভি টিটু- ৫৪, জাহাজের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ভোলার দৌলতখানের মেঘনা চ্যানেল থেকে তিন দিনেও উদ্ধার হয়নি সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট বোঝাই জাহাজ। এরআগে শুক্রবার দুপুরে দৌলতখান থানার পেছনে পাতার খাল সংলগ্ন মাছঘাটের তীর থেকে জাহাজ এমভি সৌমি-১ ডুবে যায়। এরপর আজ রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার করা হয়নি।
জানা যায়, শুক্রবার দুপুরে গভীর মেঘনার চ্যানেল দিয়ে চলন্ত অবস্থায় এমভি সৌমি- ১ জাহাজ মেঘনার ডুবোচরে আটকে যায়। এ সময় আবুল খায়ের লিমিটেড গ্রুপের জাহাজ এমভি টিটু- ৫৪ সজোরে ধাক্কা দিলে জাহাজের পেছনের বাম সাইড ফেঁটে পানি ঢুকে ঘটনাস্থলেই ডুবে যায়। এতে সাড়ে ১৮ হাজার বস্তা ৭০ লাখ ৫৬ হাজার টাকার সিমেন্ট নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুর ইসলাম আমার দেশকে জানান, আবুল খায়ের গ্রুপের এমভি টিটু- ৫৪ জাহাজটি দ্রুত গতিতে সৌমি জাহাজের দিকে আসতে থাকে। বারবার টিটু- ৫৪ জাহাজটিকে ভিএইচএফ মেরিন রেডিওতে সতর্ক করা হয়েছে। এতে কোনো সাড়া মেলেনি। জাহাজের ৭০ লাখ ৫৬ হাজার টাকার সিমেন্ট ও বিভিন্ন মালামালসহ পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আমিনুর ইসলাম আমার দেশকে জানিয়েছেন, ঢাকা থেকে উদ্ধারকারী দল না আসায় তিন দিনেও জাহাজটি উদ্ধার করা যায়নি।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আমার দেশকে জানান, জাহাজের মাস্টার আমিনুর ইসলাম এমভি টিটু- ৫৪, জাহাজের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে