আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তজুমদ্দিনে বজ্রপাতে ১ জেলে নিহত, আহত ২

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

তজুমদ্দিনে বজ্রপাতে ১ জেলে নিহত, আহত ২
প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলে নিহত এবং আহত হয়েছে দুই শিশু।

বিজ্ঞাপন

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীতে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে জেলে তাহের মাঝি (৫৫) মারা যান। এ সময় নৌকায় থাকা হৃদয় (১০)এবং মারুফ (৯) নামের দুই শিশু মারাত্মক আহত হয়। নিহত তাহের মাঝি উপজেলার ২নং ওয়ার্ডের বাইল্লাকান্দি এলাকার নূরু মোহাম্মদের ছেলে। আহত দুই শিশুর বাড়ি একই এলাকায়। তারা সুমন এবং স্বপনের শিশু সন্তান।

এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন