তারেক রহমান কৃষকদের জন্য উন্নয়নমূলক সুযোগ বৃদ্ধি করবে: ছিদ্দিক উল্লাহ

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০০: ৫২
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০১: ০০

বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো তারেক রহমান কৃষকদের জন্য উন্নয়নমূলক সুযোগ বৃদ্ধি করবে বলে জানিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

শুক্রবার তার নির্বাচনি এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পরে তিনি মাগরিবের নামাজ শেষে চরফ্যাশনের কৃতি সন্তান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মরহুম হাসিবুর রহমান হাসিবের কবর জিয়ারত করেন।

বিজ্ঞাপন
8f8cff16-3580-42c7-9ace-56950ee543d8

গণসংযোগে ছিদ্দিক উল্লাহ বলেন, আমার লক্ষ্য চরফ্যাশন ও মনপুরার প্রতিটি পরিবারের অন্তত একজন ছেলে বিদেশে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। যা আমাদের অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। এছাড়া আমি চাই, আমাদের সন্তানরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। এখন উপজেলা পর্যায় থেকেই স্নাতক পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করা সম্ভব— তাই অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা সন্তানদের শিক্ষার প্রতি যত্নবান হোন।

দিনব্যাপী গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত