আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুয়াকাটায় এক কোরাল ২৪ হাজারে বিক্রি

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটায় এক কোরাল ২৪ হাজারে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ। রোববার (১৫ জুন) সকালে কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে নিয়ে আসা হলে নিলামে মো. মোস্তাফিজ ২৪ হাজার ১৫০ টাকায় কিনে নেন।

বিজ্ঞাপন

জানা গেছে, মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর গ্রামের জেলে মামুন জোমাদ্দার গত ১২ জুন রাতে বঙ্গোপসাগরে জাল ফেলেন, ১৪ জুন রাতে জাল তোলার সময় তার বিশাল আকৃতির এ কোরাল মাছটি উঠে আসে। এরপর মাছটি কুয়াকাটা বাজারে নিয়ে আসলে নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মোট ২৪ হাজার ১৫০ টাকায় বিক্রি হয়।

জেলে মামুন জোমাদ্দার বলেন, এতো বড় মাছ পাবো ভাবিনি। ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর প্রথমবারে সাগরে গিয়ে এমন মাছ পেয়ে এবং ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুব খুশি। আশা করি সামনেও এমন মাছ ধরা পড়বে।

মাছটির ক্রেতা কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মো. মোস্তাফিজ বলেন, এখানের বড় হোটেলগুলোতে এ ধরনের সামুদ্রিক কোরাল মাছের চাহিদা বেশি। আশা করছি, মাছটি ভালো দামে বিক্রি করতে পারবো।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে পালনের ফলেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। সামনে জেলেদের জালে আরও বেশি কোরাল, ইলিশসহ নানা সামুদ্রিক মাছ ধরা পড়বে বলে আমি আশাবাদী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন