জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো বরিশাল মহানগর ছাত্রশিবির

বরিশাল অফিস
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২১: ০০

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বরিশাল মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির । বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মেট্রোপলিটন কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল মহানগর ছাত্র শিবিরের প্রচার সম্পাদক রাশেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত
সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম
সদস্য ও বরিশাল মহানগর ছাত্রশিবির সভাপতি মো : রিয়াজুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান
অতিথি তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদেরকে বিভিন্ন বিষয়ে দিক
নির্দেশনা দেন।

আগামীতে আরো বড় চ্যালেঞ্জ নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, তোমরা ২৪শের আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের উত্তরসূরী। তোমরা মুগ্ধ শান্তর মতো দেশের জন্য ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

ছাত্রশিবিরকে তোমরা সবসময় সহযোগী ও বন্ধু হিসেবে সাথে পাবে। অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ শিক্ষার্থীদেরকে ইবনে সিনা ও ইবনে হাইসামসহ বিভিন্ন দার্শনিকদের মতো জীবন গড়ে অগ্রসর ভূমিকা পালন করার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক রাশেদুল
হাসান, অফিস সম্পাদক ইকরামুর রহমান,উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও মেট্রোপলিটন
কলেজের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক
নাজমুল হক, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম ইয়ামিন, ছাত্রকল্যাণ সম্পাদক আবির হোসেন
নোমান ও সাংস্কৃতিক সম্পাদক মাহাথির মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কমপক্ষে ৩৫ শিক্ষার্থী অংশ নেন।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত