আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরগুনা-১ আসনে নির্বাচনি প্রচারে ব্যস্ত প্রার্থীরা

রেজাউল করিম, আমতলী (বরগুনা)
বরগুনা-১ আসনে নির্বাচনি প্রচারে ব্যস্ত প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে নির্বাচনি হাওয়া বেশ জোরেশোরে বইতে শুরু করেছে। নির্বাচনকে সামনে রেখে প্রধান রাজনৈতিক দলগুলো আসনটিতে ইতোমধ্যে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলেছে । ইদানীং নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা।

বরগুনার এই আসনে মোট পাঁচ লাখ ১২ হাজার ৬০৩ জন ভোটার রয়েছেন। বিগত সংসদ নির্বাচনগুলোতে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছে। কিন্তু বর্তমানে গণহত্যার দায়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসনটিতে জয়লাভ করতে মরিয়া বিএনপি, জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা।

বিজ্ঞাপন

এবার বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা, জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক মহিবুল্লাহ হারুন, ইসলামী আন্দোলনের জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মাহামুদুল হোসাইন ওলিউল্লাহ নিজ নিজ দল থেকে প্রার্থী মনোনীত হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা বিভিন্ন সভা, সমাবেশ ও মিছিলের আয়োজন করে গণসংযোগে করছেন। তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।

প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও নির্বাচনি আমেজ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জনপদের চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজারে এখন আলোচনার মূল বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচন। জনসমাগস্থলে স্থানীয় ভোটারদের আলোচনার অন্যতম বিষয় এখন আগামী সংসদে কে হবে তাদের নির্বাচিত প্রতিনিধি।

আসনটিতে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বিএনপির প্রার্থী নজরুল ইসলাম বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার জনসমাগমস্থলে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি পথ সভার আয়োজন করে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করে যাচ্ছেন।

তিনি বলেন, রাজনীতির মাঠে বিএনপির পরীক্ষিত নেতা হিসেবে জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জনগণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। অনুন্নত বরগুনাকে উন্নয়নের রূপ দিতে চাই। অন্যায়, অত্যাচার ও লুটপাটের রাজনীতি চিরতরে নির্মূল করতে চাই। জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মহিব্বুল্লাহ হারুনকেও ইদানীং গণসংযোগে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তিনি বলেন, জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

যদি জনগণ আমাদের ওপরে আস্থা রাখে, আমরা পরিবর্তনের রাজনীতি দেখাব।

ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহামুদুল হোসাইন ওয়ালিউল্লাহ দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণা ও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বিগত দিনে ভোট কারচুপি ও দিনের ভোট রাতে চুরি করে প্রার্থীদের হারানো হয়েছে। ৫ আগস্টের পর বরগুনাবাসী ইসলামি দলের কার্যক্রমে সন্তুষ্ট। কারণ, তারা অন্যান্য দলের ন্যায় চাঁদাবাজি ও দখল বাণিজ্য করেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন