উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলার বোরহানউদ্দিনে নতুন হাকিমউদ্দিন বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে ছাত্রদল।
আহত শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম (২২) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় নতুন হাকিমউদ্দিন বাজারে নিয়মিত চাঁদা উত্তোলনকারী ব্যক্তি চাঁদা নিতে আসলে শিক্ষার্থী মুজাহিদ চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করেন। এতে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে কল দিয়ে অন্য বাজার থেকে সন্ত্রাসীদের এনে তাকে বেধড়ক মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত না হলেও একটি চক্র দীর্ঘদিন ধরে খাজনার নামে চাঁদা আদায় করে আসছে। এই বিষয়ে চাঁদার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে মুজাহিদকে স্থানীয় ছাত্রদল নেতা তুহিনের নেতৃত্বে তার কর্মীরা হামলা চালায়। হামলায় শিক্ষার্থী মুজাহিদ মারাত্মকভাবে আহত হন। এ সময় শ্রমিকদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টু উপস্থিত থাকলেও তারা নিরব ভূমিকা পালন করেন।
শিক্ষার্থী মুজাহিদ বলেন, চাঁদাবাজরা দাবি করছে, বাজারের আশপাশের এক কিলোমিটার এলাকাও নাকি তাদের ইজারার আওতায়। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত নয়। আমি ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করলে চাঁদাবাজ বিএনপির নামধারী সন্ত্রাসীরা আমাকে মারধর করে ও ফোন কেড়ে নেয়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন মুঠোফোনে বলেন, পতিত সরকারের আমল থেকেই বাজারটিতে নিয়মিত খাজনা উত্তোলন হয়ে আসছে। বাজারটি ইজারা নিয়েছে পক্ষিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. হুমায়ন কবির (সাংগঠনিক সম্পাদক)। তার থেকে আমি সাব ইজারা নিয়েছি। তারই ধারাবাহিকতায় খাজনা উত্তোলন করে আসছি। এ বিষয়ে মুজাহিদের সঙ্গে এ বিষয়ে কথা কাটি হয়েছে। তাকে মারধর বা ফোন কেড়ে নেয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জমান আমার দেশকে জানান, নতুন হাকিমউদ্দিন বাজার তফসিলভুক্ত নয়। বাজারটি হতে কেউ যাতে খাজনা উত্তোলন করতে না পারে সেজন্য আজ উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসান ওই বাজারে গিয়ে সবাইকে সতর্ক করেছেন। যদি কেউ খাজনা দাবি করে ব্যবসায়ীদের কাছে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।
বোরহানউদ্দিন থানার ওসি জানান, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোলার বোরহানউদ্দিনে নতুন হাকিমউদ্দিন বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে ছাত্রদল।
আহত শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম (২২) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় নতুন হাকিমউদ্দিন বাজারে নিয়মিত চাঁদা উত্তোলনকারী ব্যক্তি চাঁদা নিতে আসলে শিক্ষার্থী মুজাহিদ চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করেন। এতে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে কল দিয়ে অন্য বাজার থেকে সন্ত্রাসীদের এনে তাকে বেধড়ক মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত না হলেও একটি চক্র দীর্ঘদিন ধরে খাজনার নামে চাঁদা আদায় করে আসছে। এই বিষয়ে চাঁদার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে মুজাহিদকে স্থানীয় ছাত্রদল নেতা তুহিনের নেতৃত্বে তার কর্মীরা হামলা চালায়। হামলায় শিক্ষার্থী মুজাহিদ মারাত্মকভাবে আহত হন। এ সময় শ্রমিকদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টু উপস্থিত থাকলেও তারা নিরব ভূমিকা পালন করেন।
শিক্ষার্থী মুজাহিদ বলেন, চাঁদাবাজরা দাবি করছে, বাজারের আশপাশের এক কিলোমিটার এলাকাও নাকি তাদের ইজারার আওতায়। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত নয়। আমি ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করলে চাঁদাবাজ বিএনপির নামধারী সন্ত্রাসীরা আমাকে মারধর করে ও ফোন কেড়ে নেয়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন মুঠোফোনে বলেন, পতিত সরকারের আমল থেকেই বাজারটিতে নিয়মিত খাজনা উত্তোলন হয়ে আসছে। বাজারটি ইজারা নিয়েছে পক্ষিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. হুমায়ন কবির (সাংগঠনিক সম্পাদক)। তার থেকে আমি সাব ইজারা নিয়েছি। তারই ধারাবাহিকতায় খাজনা উত্তোলন করে আসছি। এ বিষয়ে মুজাহিদের সঙ্গে এ বিষয়ে কথা কাটি হয়েছে। তাকে মারধর বা ফোন কেড়ে নেয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জমান আমার দেশকে জানান, নতুন হাকিমউদ্দিন বাজার তফসিলভুক্ত নয়। বাজারটি হতে কেউ যাতে খাজনা উত্তোলন করতে না পারে সেজন্য আজ উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসান ওই বাজারে গিয়ে সবাইকে সতর্ক করেছেন। যদি কেউ খাজনা দাবি করে ব্যবসায়ীদের কাছে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।
বোরহানউদ্দিন থানার ওসি জানান, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে