আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালে ঘাটের টোল আদায়ে বাধা

ইউএনওর কাছে বিএনপি নেতার বিচার চাইলেন ছাত্রদল নেতা

বরিশাল অফিস

ইউএনওর কাছে বিএনপি নেতার বিচার চাইলেন ছাত্রদল নেতা
অভিযুক্ত বিএনপি নেতা বাচ্চু।

বরিশালের গৌরনদীতে এক বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন অঙ্গ সংগঠনের এক নেতা।

এতে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ন আহবায়ক বাচ্চু প্যাদার বিচার চেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি পদপ্রার্থী তরিকুল ইসলাম।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার মিয়ারচর লঞ্চঘাট ইজারা নিয়েছেন ছাত্রদল নেতা তরিকুল। তিনি সেই ঘাট থেকে টোল আদাল করতে গেলে তাকে ও তার লোকজনকে বাধা দেন বিএনপি নেতা বাচ্চু এবং তার লোকজন। তিনি একাধিক দিন টাকা তুলতে বাধা ও হত্যার হুমকি দিয়েছেন। তাদের বাঁধার মুখে এক সপ্তাহ ধরে টোল আদায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাচ্চুর সঙ্গে রয়েছেন তার ভাই ওয়ার্ড বিএনপির প্রভাবশালী কর্মী আক্কাস প্যাদা ও তাদের সহযোগিরা।

এ বিষয়ে বাচ্চু প্যাদা আমার দেশকে বলেন, ‘তরিকুল নিজে লঞ্চ ঘাটের ইজারার টাকা না তুলে আওয়ামী লীগের লোকজন দিয়ে উঠাচ্ছেন। এ কারণে তাদের বাধা দেওয়া হয়েছে।’

লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে ইউএনও ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, ‘ইজারার টাকা উত্তোলনে বাঁধা দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...