বরিশালে ঘাটের টোল আদায়ে বাধা
উপজেলার মিয়ারচর লঞ্চঘাট ইজারা নিয়েছেন ছাত্রদল নেতা তরিকুল। তিনি সেই ঘাট থেকে টোল আদাল করতে গেলে তাকে ও তার লোকজনকে বাধা দেন বিএনপি নেতা বাচ্চু এবং তার লোকজন। তিনি একাধিক দিন টাকা তুলতে বাধা ও হত্যার হুমকি দিয়েছেন। তাদের বাঁধার মুখে এক সপ্তাহ ধরে টোল আদায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনও হাওরে ইজারা থাকা উচিত না। হাওরে ইজারা বন্ধ করতে হবে। এটার ফলে কী হবে না হবে তা ভাবা যাবে না। হাওর সেখানকার মানুষের অধিকারের জায়গা, আর তা রক্ষা করাই আমাদের কাজ।