চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘ইয়ুথ পলিসি টক’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে 'ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান' অনুষ্ঠানে এক অংশগ্রহণকারী তারেক রহমানেকে বিএনপি ক্ষমতায় আসলে আপনার মতো একদিনে এনআইডির ব্যবস্থা করবেন কি? প্রশ্ন করেন।
মাহমুদুল হাসান নামের সে শিক্ষার্থী বলেন, “বার্থ সার্টিফিকেট, আইডি কার্ড, পাসপোর্ট করতে ঝামলো হয়। আপনি যেভাবে সহজে করতে পেরেছেন, আমরা সেভাবে করতে চাই। আইডির ছবি দেখে বাইরে দেশে জানতে চায় আমাদের দেশে কোনো দুর্ভিক্ষ লেগেছে কিনা? এসব কার্ডের ভুল সংশোধন করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে।”
উত্তরে তারেক রহমান বলেন, “আমি স্বীকার করছি, আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজটা করতে। প্রসেস ইজি করতে হলে যত ডিজিটালাইজ করতে পারব, তাহলে ঘরে বসে করতে পারব কাজটা। পুরো সিস্টেমটাকে কারেকশান করব। অনেককে অনেক দুর্ভোগ পোহাতে হয়।
তিনি আরো বলেন, “আমার এনআইডি করার পরে সোশাল মিডিয়াতে জোক দেখলাম, আমার নাম তারেক, লিখে দিয়েছে আমি বারেক- এরকম একটা। ডিজিটালাইজ করতে পারলে সমস্যাটা অনেক কমবে।”
এছাড়াও চাঁদাবাজি বন্ধে বিএনপির পরিকল্পনা জানতে চান এক শিক্ষার্থী। জবাবে তারেক রহমান জানান, এ বিষয়টিকে দুইভাবে দেখে বিএনপি। একটা প্রফেশনাল ক্রিমিনাল, আরেকটি সিজেনাল ক্রিমিনাল। সরকার যখন প্রশাসনকে ম্যাসেজ দেবে— সন্ত্রাস ও দুর্নীতি কোনোটাই সরকার সহ্য করবে না। সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ ক্রাইম ও করাপশন কমে যাবে। বাকিটা প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।
এক কথায় বিএনপি ক্ষমতায় এলে নারী-পুরুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

