উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে বগা ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় ইজারা বাতিল করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। তিন থেকে চার গুণ বেশি ভাড়া আদায়ের প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ । ওই ফেরি ব্যবহার করে প্রতিদিন সহস্রাধিক যানবাহন পারাপার হয়। স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকরা সরকারের এ পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন।
সওজ সূত্রে জানা যায়, বাস-মিনিবাসের জন্য নির্ধারিত ৪৫ ও ২৫ টাকার পরিবর্তে ৩০০ ও ২০০ টাকা, ভাড়ি ট্রাকের ১০০ টাকার জায়গায় ৫০০ টাকা এবং প্রাইভেট কার ও মাইক্রোবাসের জন্য ২৫ ও ১৫ টাকার স্থলে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হতো। এমনকি মোটরসাইকেল ও তিন চাকার যান থেকেও দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী সড়ক বিভাগে মৌখিক এবং সড়ক ও জনপথ বিভাগের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে লিখিত অভিযোগ করেন। প্রথমে পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইজাদারকে সংশোধের জন্য তিন বার নোটিশ করেন এবং কারণ দর্শানোর নোটিশ দেন। ইজাদার কোনো জবাব দেয়নি। পরে নির্বাহী প্রকৌশলীর গঠিন তদন্ত কমিটি সরেজমিনে অভিযোগের সত্যতা পায়৷ অন্যদিকে উপদেষ্টার নির্দেশে সওজের চিফ ইঞ্জিনিয়ার আরেকটা তদন্ত কমিটি গঠন করে। দুই দফা তদন্তেই অভিযোগের সত্যতা মিলেছে । এর পরপরই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় সওজ।
অভিযুক্ত ইজারাদার শিবু লাল দাস জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি মুঠোফোনে প্রশ্নের জবাবে আমার দেশকে বলেন, আমার সাথে অন্যায় হয়েছে। আগের ইজারাদার যেভাবে ভাড়া নিতেন, আমিও তাই নিয়েছি। এখন উচ্চ আদালতে আছি, আশা করছি পুনরায় ডাক ফিরে পাবো। ভাড়া কমানোর বিষয় তার ইচ্ছা নেই, সরকার ভুল ভাড়া নির্ধারণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন বলেন, ইজারাদারকে সংশোধনের জন্য তিনবার চিঠি দেওয়া হয়েছে। পরে কারণ দর্শাতেও বলা হয়। জবাব না পেয়ে তদন্ত করি। চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশেও আরেকটি তদন্ত টিম পাঠানো হয়। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় চিফ ইঞ্জিনিয়ারের দপ্তর থেকে চিঠি পেয়ে চুক্তি বাতিল করেছি।
পটুয়াখালীর বাউফলে বগা ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় ইজারা বাতিল করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। তিন থেকে চার গুণ বেশি ভাড়া আদায়ের প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ । ওই ফেরি ব্যবহার করে প্রতিদিন সহস্রাধিক যানবাহন পারাপার হয়। স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকরা সরকারের এ পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন।
সওজ সূত্রে জানা যায়, বাস-মিনিবাসের জন্য নির্ধারিত ৪৫ ও ২৫ টাকার পরিবর্তে ৩০০ ও ২০০ টাকা, ভাড়ি ট্রাকের ১০০ টাকার জায়গায় ৫০০ টাকা এবং প্রাইভেট কার ও মাইক্রোবাসের জন্য ২৫ ও ১৫ টাকার স্থলে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হতো। এমনকি মোটরসাইকেল ও তিন চাকার যান থেকেও দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী সড়ক বিভাগে মৌখিক এবং সড়ক ও জনপথ বিভাগের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে লিখিত অভিযোগ করেন। প্রথমে পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইজাদারকে সংশোধের জন্য তিন বার নোটিশ করেন এবং কারণ দর্শানোর নোটিশ দেন। ইজাদার কোনো জবাব দেয়নি। পরে নির্বাহী প্রকৌশলীর গঠিন তদন্ত কমিটি সরেজমিনে অভিযোগের সত্যতা পায়৷ অন্যদিকে উপদেষ্টার নির্দেশে সওজের চিফ ইঞ্জিনিয়ার আরেকটা তদন্ত কমিটি গঠন করে। দুই দফা তদন্তেই অভিযোগের সত্যতা মিলেছে । এর পরপরই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় সওজ।
অভিযুক্ত ইজারাদার শিবু লাল দাস জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি মুঠোফোনে প্রশ্নের জবাবে আমার দেশকে বলেন, আমার সাথে অন্যায় হয়েছে। আগের ইজারাদার যেভাবে ভাড়া নিতেন, আমিও তাই নিয়েছি। এখন উচ্চ আদালতে আছি, আশা করছি পুনরায় ডাক ফিরে পাবো। ভাড়া কমানোর বিষয় তার ইচ্ছা নেই, সরকার ভুল ভাড়া নির্ধারণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন বলেন, ইজারাদারকে সংশোধনের জন্য তিনবার চিঠি দেওয়া হয়েছে। পরে কারণ দর্শাতেও বলা হয়। জবাব না পেয়ে তদন্ত করি। চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশেও আরেকটি তদন্ত টিম পাঠানো হয়। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় চিফ ইঞ্জিনিয়ারের দপ্তর থেকে চিঠি পেয়ে চুক্তি বাতিল করেছি।
বুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৯ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
২০ মিনিট আগেমৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে