সোহাগের পরিবারের পাশে তারেক রহমান

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৮: ৫৬
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ২০: ১২
সোহাগের পরিবারের পাশে তারেক রহমান

রাজধানীর মিটফোর্ড এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বিকেলে তারেক রহমানের পক্ষে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ায় নিহত সোহাগের পরিবারের খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি।

বিজ্ঞাপন

এ ছাড়াও তার পক্ষ থেকে সোহাগের পরিবারকে যে কোনো প্রয়োজনে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি।

এসময় নূরুল ইসলাম মণি বলেন, দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার ও তার ভাড়াটে লোকজনই সোহাগকে হত্যা করেছে। পুলিশের প্রাথমিক তদন্তেও এমন তথ্য উঠে এসেছে। আমি এই নৃংশস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পরে স্থানীয় কাকচিড়া হাইস্কুল মাঠে এক পথসভায় নূরুল ইসলাম মণি বলেন, একটি মহল অত্যন্ত সুকৌশলে মিটফোর্ডের একটি ব্যবসায়িক দ্বন্দ্বকে চাঁদাবাজি বলে প্রচার করার চেষ্টা করেছে। মহলটি অত্যন্ত পরিকল্পিতভাবে ও অত্যন্ত সুচারুভাবে নৃশংস এই হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে। যারা এটি করেছে, তারা দেশে সময়মত একটি নির্বাচন হোক তা চায় না।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাভিল বক্তব্য রাখেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত