আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তালতলীতে গাঁজা বিক্রি করে দিলো পুলিশ

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

তালতলীতে গাঁজা বিক্রি করে দিলো পুলিশ

বরগুনার তালতলীতে উদ্ধার এক কেজি ৯০০ গ্রাম গাঁজা থানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ উঠেছে দুই পুলিশের বিরুদ্ধে।

শনিবার স্থানীয় শহিদুল নামের এক মাদক কারবারির কাছে উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত উদ্ধার গাঁজা থেকে ৫০০ গ্রাম দশ হাজার টাকায় বিক্রি করে দেয়। পুলিশ ও মাদক কারবারি শহিদুলের কথোপকথনের রেকর্ড এই প্রতিনিধির হাতে এসেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, পুলিশ কনস্টেবল হৃদয় ওই গাঁজা পৌঁছে দেয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এর আগে, শুক্রবার সকাল ১১টার দিকে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকা থেকে নান্টু নামের এক মাদক কারবারিকে ধাওয়া করে এসআই সুশান্ত ও কনস্টেবল হৃদয়। স্কুলব্যাগে এক কেজি ৯০০ গ্রাম গাঁজা রেখে নান্টু পালিয়ে যায়। এসআই সুশান্ত ও কনস্টেবল হৃদয় গাঁজা উদ্ধার করলেও থানায় জমা দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বলেন, এসআই সুশান্ত ও কনস্টেবল হৃদয় মাদক কারবারি নান্টুকে না ধরে গাঁজার ব্যাগ নিয়ে অটোগাড়িতে করে স্থান ত্যাগ করে।

কনস্টেবল হৃদয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক পুলিশ বন্ধুর মতো। এ বিষয়টি নিয়ে সামনে না এগিয়ে বাদ দেন।

এস আই সুশান্ত বলেন, আমার ওইদিন ডিউটি ছিল না। মামলার তদন্ত কাজে গিয়েছিলাম তখন শুনলাম গাঁজা বিক্রি হচ্ছে। তবে নান্টু নামের ওই গাঁজা ব্যবসায়ীকে ধাওয়া দিলে তিনি অটো রিকশা রেখে পালিয়ে যান। থানায় জমা না দিয়ে ওই অটো রিকশা স্থানীয়দের জিম্মায় রেখে এসেছি। গাঁজা বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানান।

তালতলী থানার ওসি শাহজালাল বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা জেলা পুলিশ সুপার ইব্রাহিম খলিল বলেন,আপনার কাছে ঠিক তথ্য থাকলে আমাকে পাঠান তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন