আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৬ নদীর পানি

বরিশাল অফিস
বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৬ নদীর পানি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ৬টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির প্রভাবে বরিশালের নিম্মাঞ্চলসহ বিভাগের বিভিন্ন জেলার উপকূলবর্তী নিম্মাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।

বিজ্ঞাপন

বরিশাল পানি উন্নয়ন বোর্ড বরিশালের জল অনুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিভাগের গুরুত্বপূর্ণ নদীগুলোর ১২টি পয়েন্টের মধ্যে ৬টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য নদীগুলোর পানিও বিপৎসীমার কাছাকাছি। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বাকি ছয়টি নদীর পানিও বিপদ করতে পারে।

তিনি জানান, বিষখালী নদীর পানি বরগুনা সদর উপজেলা পয়েন্টে ৩ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলা পয়েন্টে ১৭ সেন্টিমিটার, বেতাগী উপজেলা পয়েন্টে ১ সেন্টিমিটার, ভোলা জেলায় মেঘনা নদীর তজুমদ্দিন উপজেলা পয়েন্টে ৬৭ সেন্টিমিটার, পিরোজপুর সদর উপজেলার বলেশ্বর নদীর পানি ১৩ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে বরিশাল কীর্তনখোলা নদী, ভোলা খেয়াঘাট এলাকায় তেঁতুলিয়া নদী, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পয়েন্টে পায়রা এবং বরগুনার আমতলী উপজেলা পয়েন্টে বুড়িশ্বর নদীর পানিও বাড়ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন