আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বোরহানউদ্দিনে চাকা বিস্ফোরণে অটোরিকশা চালক নিহত

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

বোরহানউদ্দিনে চাকা বিস্ফোরণে অটোরিকশা চালক নিহত

ভোলার বোরহানউদ্দিনে কুঞ্জেরহাটে হাওয়া দেয়ার সময় চাকা বিস্ফোরণে আহত হয়ে মো. মিজান (৩০) এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে দুর্ঘটনার পরপরই তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি পার্শ্ববর্তী লালমোহন উপজেলার কালমা গ্রামে।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ী আসাদুল হক মাতাব্বর জানান, সোমবার দুপুরে অটোরিকশা চালক মো. মিজান পাওয়ার টিলারের (জমি চাষাবাদের জন্য ব্যবহৃত) চাকায় হাওয়া দিতে কুঞ্জেরহাটের জাকিরের ওয়ার্কশপে আনেন। এ সময় দোকান মালিক জোহরের নামাজের আদায় করতে মসজিদে থাকায় পাওয়ার টিলার মালিক বাদশা ও মিজান চাকায় নিজেরা হাওয়া দিতে নেন। হাওয়া দেয়ার এক পর্যায়ে বিকট শব্দে চাকা বিস্ফোরণে মিজানের মাথার খুলি উড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতাল নেয়ার পথে মারা যান।

বোরহানউদ্দিন থানার এসআই জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে নেয়ার পথে মিজানের মৃত্যু হলে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়। দুর্ঘটনার বিষয়ে নিহতের স্বজনদের কোন অভিযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন