আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেজর এম এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

মেজর এম এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত
সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৬তম মৃত্যু বার্ষিকী পালিত

বরিশালের উজিরপুরে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেজর এমএ জলিলের স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন মেজর এমএ জলিল পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সকাল ১০টায় মেজর এমএ জলিল নুরানি ও হাফেজী মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।

মাঈনুল আহাদ মামুন সিকদার ও আলী হোসেন সিকদার রুপকের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার, জাকারিয়া মাস্টার, হাবিবুর রহমান, পৌর বিএনপির সহ সভাপতি আ. রাজ্জাক সরদার , সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, সিনিয়র সদস্য আনোয়ার হোসেন খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদার, বিএনপি নেতা শামীম ভুঁইয়া, সোহেল শিকদার, কালাম ফরাজি সহ অনেকে।

এ সময় বক্তারা বলেন আওয়ামী দুঃশাসনের স্বীকার স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি, মুক্তিযুদ্ধের সকল সম্মান ও সম্মাননা এবং খেতাব বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা নবম সেক্টর কমান্ডার মেজর এমএ জলিলের মতো সাহসী বীরের জন্ম না হলে আমরা একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারতাম না। তাই বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিলের সকল খেতাব ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বক্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন