কুয়াকাটা সৈকতে অর্ধগলিত ডলফিনের দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটকরা

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৯: ৩৭

কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকায় স্রোতে ভেসে আসা একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখা গেছে। প্রায় সাড়ে চার ফুট দীর্ঘ ডলফিনের অর্ধগলিত মরদেহ থেকে ইতোমধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে ওই এলাকার পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৩ মে) বিকালের দিকে মৃত ডলফিনটি দেখতে পান সেখানে ঘুরতে আসা পর্যটকরা।

বিজ্ঞাপন

পর্যটকরা বলছেন, ‘মৃত ডলফিনটির শরীরে পচন ধরেছে। সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ভ্রমণে এসে এমন অভিজ্ঞতার সম্মুখীন হবো ভাবিনি।’ স্থানীয় জেলেরা জানান, দুই দিন আগে জোয়ারের পানিতে ভেসে এসে ডলফিনটি চরে আটকে পড়ে। তাদের ধারণা, দীর্ঘ সময় ধরে বালির মধ্যে আটকে থাকায় শ্বাস নিতে না পেরে মারা যায় প্রাণীটি। এমন ঘটনা এর আগেও ঘটেছে বলে জানান তারা।

এ বিষয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি শনাক্ত করেছে এবং বন বিভাগকে মাটি চাপা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।’

বন বিভাগের গঙ্গামতি বীটের দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। আগামীকাল (শনিবার) ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত