বরিশালে হতদরিদ্র ক্ষুদে ক্রিকেটার রিয়ানের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০১: ৪৪

ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর বরিশাল নগরীর উত্তর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা হতদরিদ্র স্কুল ছাত্র ও বরিশাল শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়ান খান। পিতা মো : খোকন ছিলো ঢাকার সিএনজি চালক। তার গাড়িটিও ছিনতাই হয়ে যাওয়ায় এখন আর পরিবারের তেমন কোন খোঁজ খবর রাখছেন না তিনি। মা মিনজু বেগম সেলাইয়ের কাজ করে কোন রকম দিন পার করেন।

দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রিয়ানের ছোট বোনের পড়াশুনার খরচ, রিয়ানের ক্রিকেট প্রাকর্টিস সরঞ্জাম, পরিবারের ভরন পোষণ বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাকে। এতো কিছুর পর সন্তানের জন্য সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নেই তার মায়ের। তাই বাধ্য হয়েই প্রতিদিন ১০ কিলোমিটার পায়ে হেঁটে নগরীর চাঁদমারী এলাকার কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলার প্রকটিস করছে রিয়ান। বিষয়টি জানতে পেরে ক্ষুদে ক্রিকেটার রিয়ানের পাশে সহযোগিতার হাত বাড়ালেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হেসেন।

বিজ্ঞাপন

বিভিন্ন মাধ্যমে এমন খবর পেয়ে সোমবার সকালে নতুন একটি বাই সাইকেল ক্রয় করে নিজ কার্যালয়ে হাজির হলেন তিনি। পরে তিনি বরিশাল সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজ, ক্ষুদে ক্রিকেটারসহ তার কোচ এজাজ মাহমুদ সুজন এবং বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাকে নিজ কার্যালয়ে ডেকে এনে নতুন বাই সাইকেলসহ ক্রিকেট খেলার সামগ্রী তুলে দেন রিয়ান খানের হাতে।

এসময় জেলা প্রশাসক বলেন, রিয়ানের প্রবল ইচ্ছাশক্তি ও দারিদ্রতার কথা শুনে তিনি মানবিক দৃস্টিকোন থেকেই রিয়ানকে সাইকেল ও খেলার সামগ্রী কিনে দিয়েছেন। তিনি বলেন হতদরিদ্র এ পরিবারকে আর্থিক সহায়তাসহ স্বাবলম্বী করা হবে। এ বিষয়ে বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক মো : খালিদ সাইফুল্লাহ বলেন, ক্রিকেটের প্রতি হত দরিদ্র স্কুল ছাত্র রিয়ানের অধিক ঝোঁক ও ভালোবাসা দেখে জেলা প্রশাসক মো : দেলোয়ার হোসেন নিজ উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তার এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। খালিদ সাইফুল্লা আরো বলেন, ক্রিকেট খেলার মতো ব্যয় বহুল খেলায় অংশগ্রহণ অনেকটা স্বপ্নই মনে হলেও হাল ছাড়তে নারাজ রিয়ান। লেখাপড়ার পাশাপাশি একটি ফাস্ট ফুডের দোকানে দেড় মাস কাজ করে অর্জিত টাকায় কিছু ক্রিকেট সামগ্রী সংগ্রহ করেছে রিয়ান। বর্তমানে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ গ্রুপে বেসিক কোচিং নিচ্ছে এবং নিয়মিত ভালো খেলছে বলে শুনেছি।

উপহার পেয়ে স্কুল ছাত্র রিয়ান খান বলেন, জেলা প্রশাসক স্যারের এমন সহায়তা পেয়ে তিনি সত্যিই গর্বিত ও উৎসাহিত। এমন উপহার তাকে আরো অনুপ্রাণিত করবে এবং ক্রিকেটার হওয়ার স্বপ্ন সামনের দিকে আরো এগিয়ে যাবে। তিনি ভবিষ্যতে একজন ভালো ক্রিকেটার হতে চান। এ ক্ষেত্রে তিনি সকলের দোয়া চান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত