আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেঘনায় দুর্ঘটনায়

বরিশাল অঞ্চলের তিনটি লঞ্চের রুট পারমিট বাতিল

বরিশাল অফিস

বরিশাল অঞ্চলের তিনটি লঞ্চের রুট পারমিট বাতিল

চাঁদপুরের মেঘনা নদীতে একাধিক যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় বরিশাল অঞ্চলের ৩টি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা সভায় যোগ দিয়ে ঝালকাঠির নেতাকর্মীরা অ্যাডভেঞ্চার- ৯ নামক লঞ্চে করে ঝালকাঠিতে ফিরছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের সাথে ঢাকা থেকে ঝালকাঠীর উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি এ্যাডভেঞ্চার- ৯ লঞ্চের সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের ৪ যাত্রী নিহত হয়। এ ঘটনায় এমভি এ্যাডভেঞ্চার- ৯ এবং এমভি জাকির সম্রাট-৩ এর রুট পারমিট বাতিল করে দেয় বিআইডব্লিউটিএ।

একই দিন রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী সুন্দরবন- ১৬ লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। এ ঘটনার পর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

নিহত দুজন হলেন- পটুয়াখালীর দুমকি উপজেলার শাকিল আহমেদ (২৪) ও ঝালকাঠির রাজাপুর এলাকার মোহাম্মদ হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর ছিলেন। এ ঘটনার পর সুন্দরবন-১৬ লঞ্চটি জব্দ করে নৌ-পুলিশ। একই সঙ্গে লঞ্চটির স্টাফদের পুলিশ হেফাজতে নিয়ে ওই লঞ্চের রুট পারমিট বাতিল করে বিআইডব্লিউটিএ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার আমার দেশকে বলেন, একাধিক লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় অ্যাডভেঞ্চার- ৯, সুন্দরবন ১৬ এবং এমভি জাকির সম্রাট- ৩ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন