মাদক বিক্রেতা মা ও ছেলেসহ আটক ৪

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৩: ৩১

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৬ পুরিয়া গাঁজা (১৯৫ গ্রাম) এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের পরিচয়ে জানা গেছে। এর মধ্যে মা ও ছেলে রয়েছে। বুধবার রাতে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকৃতরা হলো মোসা. হেলেনা বেগম (৫০) ও তার ছেলে মো. সাগর মৃধা (৩৫)। তারা উত্তর সুবিদখালী গ্রামের মাদক ব্যবসায়ী মোস্তফা হাওলাদারের স্ত্রী ও ছেলে। অন্য দুজন হলো তানিয়া আক্তার (২৫) ও মো. ইসমাইল (১৫)। তানিয়া আক্তার উত্তর সুবিদখালী গ্রামের শাহীন মৃধার স্ত্রী ও ইসমাইল মাধবখালী ইউনিয়নের বাজিতা দ্বিতীয় খণ্ড গ্রামের সুমন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এরা দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির সাথে জড়িত। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সুবিদখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে ২৬ পুরিয়া গাঁজা (১৯৫ গ্রাম) এবং গাঁজা বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিশেষ অভিযান অব্যাহত আছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত