উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী
মির্জাগঞ্জ ও বেতাগী উপজেলার সংযোগস্থল বেড়েরধন নদীর ওপর নির্মাণ করা হয়েছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে একটি সেতু। সেতুর মূল অংশের কাজ দুই বছর আগে শেষ হলেও সংযোগ সড়ক না করেই কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। ফলে সেতু দিয়ে পারাপার তো দূরের কথা, মই দিয়েও ওঠা যায় না। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জাইকার অর্থায়নে মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণের দরপত্র আহ্বান করে। সেতুর কাজ বাস্তবায়নের দায়িত্ব পান এনায়েত এন্টারপ্রাইজ। সেতু নির্মাণের মোট ব্যয় নির্ধারণ করা হয় ৬ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ৪৩৭ টাকা।
জানা গেছে, মির্জাগঞ্জ ও বেতাগী দুই উপজেলার সংযোগস্থলে এই সেতুটি। দুই উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করে এ সেতু দিয়ে। সেতুর দুই পাড়ে রয়েছে ভূমি অফিস, ব্যাংক, হাটবাজারসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ঠিকাদার চার বছর আগে সেতুর কাজ শুরু করলেও এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। মূল সেতুর কাজ দুই বছর আগে শেষ হলেও বাকি রয়েছে সংযোগ সড়ক।
২৮ আগস্ট সকালে সরেজমিনে গেলে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নির্দিষ্ট সময় ঠিকাদার সেতুর কাজটি বাস্তবায়ন করতে পারেনি। সংযোগ সড়ক না করে দুই বছর যাবৎ কাজ বন্ধ রেখেছে। কবে কাজ শেষ হবে জানি না। সেতুর দুই পাড়ের লোকজনের ভোগান্তির শেষ নেই।
মেসার্স এনায়েত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মো. এনায়েত হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, অ্যাপ্রোচ সড়কের জমি নিয়ে মালিক পক্ষের সাথে ঝামেলার কারণে বাকি কাজ করতে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী চন্দন কুমার বিশ্বাস আমার দেশকে বলেন, সেতুর মির্জাগঞ্জ অংশের সংযোগ সড়কের জমি নিয়ে একটু ঝামেলা আছে। জমির সমস্যা সমাধান হলে কাজটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।
মির্জাগঞ্জ ও বেতাগী উপজেলার সংযোগস্থল বেড়েরধন নদীর ওপর নির্মাণ করা হয়েছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে একটি সেতু। সেতুর মূল অংশের কাজ দুই বছর আগে শেষ হলেও সংযোগ সড়ক না করেই কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। ফলে সেতু দিয়ে পারাপার তো দূরের কথা, মই দিয়েও ওঠা যায় না। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জাইকার অর্থায়নে মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণের দরপত্র আহ্বান করে। সেতুর কাজ বাস্তবায়নের দায়িত্ব পান এনায়েত এন্টারপ্রাইজ। সেতু নির্মাণের মোট ব্যয় নির্ধারণ করা হয় ৬ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ৪৩৭ টাকা।
জানা গেছে, মির্জাগঞ্জ ও বেতাগী দুই উপজেলার সংযোগস্থলে এই সেতুটি। দুই উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করে এ সেতু দিয়ে। সেতুর দুই পাড়ে রয়েছে ভূমি অফিস, ব্যাংক, হাটবাজারসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ঠিকাদার চার বছর আগে সেতুর কাজ শুরু করলেও এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। মূল সেতুর কাজ দুই বছর আগে শেষ হলেও বাকি রয়েছে সংযোগ সড়ক।
২৮ আগস্ট সকালে সরেজমিনে গেলে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নির্দিষ্ট সময় ঠিকাদার সেতুর কাজটি বাস্তবায়ন করতে পারেনি। সংযোগ সড়ক না করে দুই বছর যাবৎ কাজ বন্ধ রেখেছে। কবে কাজ শেষ হবে জানি না। সেতুর দুই পাড়ের লোকজনের ভোগান্তির শেষ নেই।
মেসার্স এনায়েত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মো. এনায়েত হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, অ্যাপ্রোচ সড়কের জমি নিয়ে মালিক পক্ষের সাথে ঝামেলার কারণে বাকি কাজ করতে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী চন্দন কুমার বিশ্বাস আমার দেশকে বলেন, সেতুর মির্জাগঞ্জ অংশের সংযোগ সড়কের জমি নিয়ে একটু ঝামেলা আছে। জমির সমস্যা সমাধান হলে কাজটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
৪ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৫ ঘণ্টা আগে