নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, পর্যটকশূন্য কুয়াকাটা

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৪: ৩৩

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকের ঢল নামার কথা ছিল। হোটেল-মোটেলগুলোর বুকিংও ছিল পূর্ণ। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সেই প্রত্যাশা ভেঙে দিয়েছে। উত্তাল সমুদ্র আর বিরামহীন বৃষ্টির কারণে সৈকত এখন ফাঁকা। যারা এসেছেন, তারা হোটেল কক্ষে বন্দি সময় কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে সমুদ্রে ঢেউ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ সাগরে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে। বন্ধ রয়েছে স্পিডবোট ও ট্যুরিস্ট বোট চলাচল। এতে বিপাকে পড়েছেন মাঝি-মালিকরা।

ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি কে এম বাচ্চু বলেন, ‘এ মুহূর্তে সমুদ্রে বোট চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সমুদ্র শান্ত না হওয়া পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সাধারণ সম্পাদক কে এম জহির বলেন, ‘প্রতি মৌসুমেই প্রাকৃতিক দুর্যোগে পর্যটন খাত ক্ষতির মুখে পড়ে। হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে বোট— সবখানেই এখন হতাশা।’

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, ‘অনেক পর্যটক বুকিং বাতিল করেছেন। যারা আসার কথা ছিল, তারা নিম্নচাপের খবর শুনে আর আসছেন না। এতে বড় ধরনের লোকসান হচ্ছে।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকাল ৬টায় এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে কুয়াকাটা উপকূলসহ উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়েছে। উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলেদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে নৌযান চালানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে এই মৌসুমে প্রত্যাশিত আয় হাতছাড়া হবে। কুয়াকাটার অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত