আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাফেজী মাদরাসায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ

বরিশাল অফিস

হাফেজী মাদরাসায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ ও বই বিতরণ করা হয়েছে।

রোববার সকালে কাতার প্রবাসী রিয়াদ হোসেন হাওলাদারের সৌজন্যে মাদ্রাসা প্রাঙ্গণে কুরআন শরীফ ও বই বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেছেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া।

বিজ্ঞাপন

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মোহতামিম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ঈশা, মাওলানা আলম, মাওলানা অলিউল ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, হাফেজ কামাল হোসেন প্রমুখ। সবশেষে ২২৫ জন শিক্ষার্থীদের মাঝে নতুন কুরআন শরীফ ও বই বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন