আওয়ামী লীগের মশাল মিছিল, আটক ৪

বরিশাল অফিস
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০: ২৮
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৭

বরিশাল নগরীতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। রোববার রাত ৮টার নিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক এ ঝটিকা মিছিল বের করে সংগঠনটি। এ সময় তাদের ধাওয়া করে ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে নথুল্লাবাস বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে আকস্মিক মশাল মিছিল বের করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় তারা শেখ হাসিনা আসবে

বাংলাদেশ হাসবে স্লোগান দেয়। প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের বিরুদ্ধেও স্লোগান দেয় তারা।

মিছিলটি নথুল্লাবাস বাসস্ট্যান্ডের দিবে অগ্রসর হলে ঘটনাস্থলে থাকা ছাত্র জনতা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পালাতে গেলে ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্র জনতা। আটককৃতরা হলো ৩০নং ওয়ার্ডর বাসিন্দা সাহাদাৎ হোসেন, দক্ষিণ চহটা গ্রামের মো: জাকির হোসেন, বানারীপাড়ার চাখার এলাকার সজিব হাওলাদার এবং বাইশালী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের মো: শাহীন শেখ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন সিকদার বলেন, মিছিল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতদিন বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়নি।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত