রোববার রাত ৮টার নিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক এ ঝটিকা মিছিল বের করে সংগঠনটি। এ সময় তাদের ধাওয়া করে ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ। বুধবার বিকালে মতিঝিলের শাপলা চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ইসকন সদস্যরা বলতে থাকেন, তাদের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কে অনুমতি দিয়েছে তা জানাতে পারেননি তারা। পরে চিন্ময়ের ছবি নামিয়ে চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিল করেন তারা।