আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির মনোনয়ন নিয়ে তুমুল উত্তাপ সৃষ্টি হয়েছে। দলের প্রার্থী পরিবর্তনের দাবিতে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধার পর রৌমারী উপজেলার বারবান্দা বাজারে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপির নেত্রী মমতাজ হোসেন লিপির সমর্থকরা। বিক্ষোভ ও মশাল মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকশো নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
সম্প্রতি কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আজিজুর রহমানকে ঘোষণা করেন। অন্যদিকে পাঁচ মাস আগে তারই আপন ছোটভাই মোস্তাফিজুর রহমানকে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী করা হয়। একই বাড়ি থেকে দুই ভাইকে প্রার্থী করায় ভোটারদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপরই বিএনপির প্রার্থী আজিজুর রহমানকে পরিবর্তনের দাবিতে মমতাজ হোসেন লিপির সমর্থকদের শুরু হয় বিক্ষোভ ও নানা কর্মসূচি।
বিক্ষোভে মিছিলে মহিলা দলের নেত্রী মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, এই আসনে একই পরিবার থেকে ছোট ভাই জামায়াতের প্রার্থী এবং বড় ভাই বিএনপির প্রার্থী। সাধারণ ভোটাররা বিষয়টি অন্যভাবে নিয়েছে। তাই মমতাজ হোসেন লিপিকে বিএনপির মনোনয়ন দিলে নিশ্চিত আমাদের এই আসনে ধানের শীষ জয় লাভ করবে।
এ বিষয়ে মমতাজ হোসেন লিপি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাকালীন সময় থেকেই বিএনপির রাজনীতি করি।এখনো কেন্দ্রে রাজনীতি করছি। কেন্দ্রের সব নেতাই আমার পরিচিত।আমি নির্বাচিত হলে কুড়িগ্রাম-৪ আসনে যে উন্নয়ন করতে পারবো তা অন্য কারো পক্ষে সম্ভবনা। এছাড়াও আমি মহিলা প্রার্থী হিসেবে এই আসনের অধিকাংশ মহিলাই আমাকে ভোট দেবে।
বিক্ষোভ ও মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন রৌমারি থানা কৃষকদলের আহবায়ক কামরুজ্জামান বাবু, আব্দুর রাজ্জাক, বাবু, শুক্কুর আলী,স্বেচ্ছাসেবক দলের নেতা সানোয়ার হোসেন, সুনাম আলী, মোকলেস আলী, মহিলা দলের নেত্রী আয়শা বেগম, আসমাখাতুনসহ অনান্য নেতা-কর্মীরা।

