জুলাই গণহত্যার বিচার দাবিতে খেলাফত ছাত্র মজলিসের পদযাত্রা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০১: ৫২

জুলাই গণহত্যার বিচারের দাবিতে প্রতিবাদী পদযাত্রা করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম শাখা।

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা পরবর্তী বিক্ষোভ সমাবেশে শাখা সভাপতি সাখাওয়াত হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি আবু সাঈদ, মুগ্ধ, হাফেজ খোবাইব সহ জুলাই গণহত্যার শিকার অন্যান্য শহীদদের বিচার এখনো বাংলার মাটিতে বাস্তবায়ন হয়নি। গত জুলাইয়ের এই দিনে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী এবং ছাত্রলীগ নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা করে। তখন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মজলুম ছাত্রদের পক্ষ নিয়ে রাজপথে নেমে এসেছিল।

আব্দুল আজিজ বলেন, ছাত্রলীগ গুলি করেছে, আমরা হাতে কলম তুলে নিয়েছি। তারা আমাদের রক্ত ঝরিয়েছে, আমরা সেই রক্তে ইতিহাস রচনা করেছি। তারা পালাবে না বলেও লেজ গুটিয়ে পালিয়েছে, আমরা এখনো বাংলার মাটিতে বুক টান করে দাঁড়িয়ে আছি।

পদযাত্রা পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি জাকারিয়া আল ফারুক।

তিনি বলেন, গত এক বছর আগে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে যেমনিভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা রক্ত দিয়েছে, তেমনিভাবে কওমি-আলিয়ার ছাত্ররাও রক্ত দিয়েছে। তবে দুঃখের বিষয় হলো, যে বৈষম্য দূর করার জন্য আমরা লড়াই করেছি সেই বৈষম্য সমাজে এখনো বিদ্যমান। আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের শক্তি থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে মাইনাস করার অপচেষ্টা চলছে। সুতরাং আমরা বলব, অতিসত্বর এই বৈষম্য দূর করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।

পদযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ দিদারুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর ও প্রকাশনা সম্পাদক মুশতাক আহমাদ, কেন্দ্রীয় স্কুল কলেজ বিষয়ক সম্পাদক আহমদ মুরসালিন সহ মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত