আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বুধবার ভোরে তিনপুলের মাথা এলাকায় এ মিছিল বের হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে মিছিলটি শুরু হয়ে জুবিলি রোডের দিকে অগ্রসর হয়। মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দেন।

মিছিলের ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে অংশগ্রহণকারীদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম বলেন, ভোরে তিনপুল এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছি। কারা মিছিল করেছে তা যাচাই করা হচ্ছে। তাদের ধরতে অভিযান চলছে এবং গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন