আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির মৃত্যুতে সুনামগঞ্জে শোক মিছিল

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

হাদির মৃত্যুতে সুনামগঞ্জে শোক মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের জাউয়া বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এ মিছিল করেন।

এ সময় তারা ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, ভারতীয় আগ্রাসন রুখে দাও, আমার ভাই কবরে খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন।

বিজ্ঞাপন

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা। সেখানে হাদির হত্যার বিচারের দাবি জানিয়েছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- জাউয়াবাজার ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি আছাদুর রহমান আছাদ, মাওলানা তহুর আহমদ, মাওলানা সানোয়ার, মাওলান শিব্বির আহমদ, আফজল মিয়া হিরা, আলহাজ উদ্দিন, সালমান আহমদ জামি ও সর্বস্তরের জনতা।

এর আগে গত শুক্রবার জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারের সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। তিনদিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গত কয়েকদিন চিকিৎসা চললেও ওসমান হাদির শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন