আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বোরহানউদ্দিনে নিখোঁজের ১ দিন পর মিললো শিশুর লাশ

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

বোরহানউদ্দিনে নিখোঁজের ১ দিন পর মিললো শিশুর লাশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউপির চরটিটিয়া গ্রামে নিখোঁজের একদিন পর এক শিশুর লাশ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল সাড়ে ৭টায় পার্শ্ববর্তী নাসির ডালির বাগানে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মমিনের (৭) লাশ উদ্ধার করে।

মমিন উপজেলার দেউলা ইউপির চরটিটিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রিুয়ারি) দুপুর থেকে মমিন নিখোঁজ ছিল। খেলা করতে যাচ্ছে বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি।

বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন