ভোলার নবাগত জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান বলেছেন, আমি তৃণমূলের মানুষ। আমি যে জায়গা থেকে উঠে এসেছি সেই জায়গাটি এখনো আধুনিকতার ও উন্নয়নের ছোঁয়া লাগেনি।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, ভোলার নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
আমি জানি নদী বেষ্টিত এই দ্বীপের মানুষের কষ্ট, দুঃখ আর দুর্দশার কথা। আমার উঠে আসার জায়গা থেকেই আমি ভোলার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, মাদকের ছোবল থেকে ভোলার মানুষকে নিরাপদে রাখা, চরাঞ্চলের জমি দখল বন্ধ, অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকরী পদক্ষেপসহ সামগ্রিক বিষয়ে প্রাণপণ চেষ্টা করে যাব। আমি যেহেতু স্বাস্থ্য বিভাগের মানুষ সেহেতু এই দ্বীপের মানুষের স্বাস্থ্য সেবা সুনিশ্চিতে অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করব।
মতবিনিময় সবায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রাজিবুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা শাহ আব্দুর রহিম নুরুন্নবী।
ভোলার দুঃখ দুর্দশা এবং নবাগতা জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল অনু, নয়া দিগন্ত জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শাহাদাত শাহীন, অমৃতা লোকের সহকারী সম্পাদক এম এ বারি, ভোলার বাণী সম্পাদক মাকসুদুর রহমান, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, সাংবাদিক ফোরামের জেলা সেক্রেটারি এমরান হোসেন, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, বশির আহমেদ, সাগর চৌধুরী, রিয়াজ হোসেন, সোলায়মান, মাকসুদুর রহমান, আব্দুর রহমান হেলালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

