র‌্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩

বরিশাল অফিস
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪৩

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ি গ্রামে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলো—শ্রমিক দলের বাগধা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (৪০), একই উপজেলার রমজান মোল্লা (২৮) এবং বাকাল ইউনিয়নের নরোত্তম হালদার (৩৪)।

এদিকে শ্রমিক দল নেতা রাসেল মোল্লাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, আমবাড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে র‌্যাব পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদা দাবি এবং নগদ টাকা ছিনিয়ে পালানোর সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের গায়ে র‌্যাবের কোটি পরা ছিল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিপুল ঢালী গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করেছেন।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত