উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)
এবার কোরবানির হাট কাঁপাতে বরিশালের বাজারে আসছে ‘বাকেরগঞ্জের রাজাবাবু’। সাদা-কালো রঙের সুঠাম স্বাস্থ্যের এ ষাঁড়ের দৈর্ঘ্য ১২ ফুট, উচ্চতা ৮ ফুট। ওজন ৪০ মণ অর্থাৎ ১৬০০ কেজি। ষাঁড়ের মালিকের প্রত্যাশা ‘বাকেরগঞ্জের রাজাবাবুকে’ বিক্রি করবেন ১৮-২০ লাখ টাকায়।
উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের নুর আলম মাঝির খামারে দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে রাজাবাবুসহ ৭টি গরু লালন-পালন করা হচ্ছে। প্রায় ৪ বছর আগে তার খামারে জন্ম নেয় ‘রাজাবাবু।’ হলেষ্টান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়ের নামও রেখেছেন ‘রাজাবাবু।’
‘রাজাবাবুর’ মালিক নুর আলম মাঝি আরও জানান, ‘মাঝে মাঝে তাকে কাঁচা কলা, গাজর, আপেলসহ বিভিন্ন মৌসুমী ফলও খাওয়ানো হয়। প্রতিদিন ২/৩ বার গোসল করাতে হয়। ৪ বছরে যার ওজন ৪০ মণে (১ হাজার ৪০০ কেজি) এসে দাঁড়িয়েছে।
বিক্রির কারণ জানতে চাইলে নূর আলম মাঝি জানান, রাজাবাবুর খাবার রাজার মতোই দিতে হয়। প্রতিদিন যা খরচ হয় তা আমার সাধ্যে আর কুলাচ্ছে না। তাই এবার কোরবানিতেই ‘রাজাবাবুকে’ বিক্রি করব।
নূর আলম মাঝির দাবি, বাকেরগঞ্জ উপজেলায় তার গরুটিই সবচেয়ে বড়। তার স্বভাব শান্ত প্রকৃতির হলেও মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে উঠে। এ পর্যন্ত ‘রাজাবাবুকে’ লালন-পালন করতে প্রায় ১০-১২ লাখ টাকা খরচ হয়েছে।
এবার কোরবানির হাট কাঁপাতে বরিশালের বাজারে আসছে ‘বাকেরগঞ্জের রাজাবাবু’। সাদা-কালো রঙের সুঠাম স্বাস্থ্যের এ ষাঁড়ের দৈর্ঘ্য ১২ ফুট, উচ্চতা ৮ ফুট। ওজন ৪০ মণ অর্থাৎ ১৬০০ কেজি। ষাঁড়ের মালিকের প্রত্যাশা ‘বাকেরগঞ্জের রাজাবাবুকে’ বিক্রি করবেন ১৮-২০ লাখ টাকায়।
উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের নুর আলম মাঝির খামারে দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে রাজাবাবুসহ ৭টি গরু লালন-পালন করা হচ্ছে। প্রায় ৪ বছর আগে তার খামারে জন্ম নেয় ‘রাজাবাবু।’ হলেষ্টান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়ের নামও রেখেছেন ‘রাজাবাবু।’
‘রাজাবাবুর’ মালিক নুর আলম মাঝি আরও জানান, ‘মাঝে মাঝে তাকে কাঁচা কলা, গাজর, আপেলসহ বিভিন্ন মৌসুমী ফলও খাওয়ানো হয়। প্রতিদিন ২/৩ বার গোসল করাতে হয়। ৪ বছরে যার ওজন ৪০ মণে (১ হাজার ৪০০ কেজি) এসে দাঁড়িয়েছে।
বিক্রির কারণ জানতে চাইলে নূর আলম মাঝি জানান, রাজাবাবুর খাবার রাজার মতোই দিতে হয়। প্রতিদিন যা খরচ হয় তা আমার সাধ্যে আর কুলাচ্ছে না। তাই এবার কোরবানিতেই ‘রাজাবাবুকে’ বিক্রি করব।
নূর আলম মাঝির দাবি, বাকেরগঞ্জ উপজেলায় তার গরুটিই সবচেয়ে বড়। তার স্বভাব শান্ত প্রকৃতির হলেও মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে উঠে। এ পর্যন্ত ‘রাজাবাবুকে’ লালন-পালন করতে প্রায় ১০-১২ লাখ টাকা খরচ হয়েছে।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে