আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোরবানির হাট কাঁপাতে বাজারে আসছে ‘বাকেরগঞ্জের রাজাবাবু’

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)
কোরবানির হাট কাঁপাতে বাজারে আসছে ‘বাকেরগঞ্জের রাজাবাবু’

এবার কোরবানির হাট কাঁপাতে বরিশালের বাজারে আসছে ‘বাকেরগঞ্জের রাজাবাবু’। সাদা-কালো রঙের সুঠাম স্বাস্থ্যের এ ষাঁড়ের দৈর্ঘ্য ১২ ফুট, উচ্চতা ৮ ফুট। ওজন ৪০ মণ অর্থাৎ ১৬০০ কেজি। ষাঁড়ের মালিকের প্রত্যাশা ‘বাকেরগঞ্জের রাজাবাবুকে’ বিক্রি করবেন ১৮-২০ লাখ টাকায়।

বিজ্ঞাপন

উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের নুর আলম মাঝির খামারে দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে রাজাবাবুসহ ৭টি গরু লালন-পালন করা হচ্ছে। প্রায় ৪ বছর আগে তার খামারে জন্ম নেয় ‘রাজাবাবু।’ হলেষ্টান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়ের নামও রেখেছেন ‘রাজাবাবু।’

‘রাজাবাবুর’ মালিক নুর আলম মাঝি আরও জানান, ‘মাঝে মাঝে তাকে কাঁচা কলা, গাজর, আপেলসহ বিভিন্ন মৌসুমী ফলও খাওয়ানো হয়। প্রতিদিন ২/৩ বার গোসল করাতে হয়। ৪ বছরে যার ওজন ৪০ মণে (১ হাজার ৪০০ কেজি) এসে দাঁড়িয়েছে।

বিক্রির কারণ জানতে চাইলে নূর আলম মাঝি জানান, রাজাবাবুর খাবার রাজার মতোই দিতে হয়। প্রতিদিন যা খরচ হয় তা আমার সাধ্যে আর কুলাচ্ছে না। তাই এবার কোরবানিতেই ‘রাজাবাবুকে’ বিক্রি করব।

নূর আলম মাঝির দাবি, বাকেরগঞ্জ উপজেলায় তার গরুটিই সবচেয়ে বড়। তার স্বভাব শান্ত প্রকৃতির হলেও মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে উঠে। এ পর্যন্ত ‘রাজাবাবুকে’ লালন-পালন করতে প্রায় ১০-১২ লাখ টাকা খরচ হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন