উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)
স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনার রেষ না কাটতেই ভোলার তজুমদ্দিনে আবার এক বিধবা নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চাঁচড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডের হাজী বাড়িতে এ ঘটনা ঘটায় আলম চৌধুরীর ছেলে রাসেল ও কালাম ফরাজীর ছেলে গিয়াস।
রোববার (৬ জুলাই) দুপুরে তজুমদ্দিন থানায় এসে এমন অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় বিকালে তজুমদ্দিন থানায় মামলা করেন ওই নারী (নং তজু(২)০৬/০৭/২০২৫)।
ভুক্তভোগী বিধবা নারী জানান, ঘটনার সময়ে তার মা বাড়িতে ছিলেন না। তিনি ঘরে একা বাচ্চা নিয়ে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে বাথরুমে যাওয়ার সময় স্থানীয় বখাটে গিয়াস উদ্দিন মুখ চেপে ধরে। পরে রাসেল আমাকে নির্যাতন (ধর্ষণ) করে। এরপর রাসেল ও গিয়াস পরপর ধর্ষণ করে এবং রাসেল মোবাইলে ভিডিও ধারণ করে।
ওই নারী বলেন, রাসেল ও গিয়াসের সাথে সম্পর্ক না রাখলে তারা গাঁজা দিয়ে তার ভাইকে ধরিয়ে দেবে এবং এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে যায়। অভিযুক্ত গিয়াস উদ্দিন আগে আওয়ামী লীগ করতো। এখন সদ্য বহিষ্কৃত ইউনিয়ন বিএনপি সেক্রেটারি ইব্রাহিম হাওলাদারের সক্রিয় কর্মী।
তজুমদ্দিন থানার ওসি মহব্বত খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৯ জুন দুপুরে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের কামারপট্টিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়। ৩০ জুন সেই ঘটনায় ভিকটিমের স্বামী রুবেল বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা করেন। ওই ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনার রেষ না কাটতেই ভোলার তজুমদ্দিনে আবার এক বিধবা নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চাঁচড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডের হাজী বাড়িতে এ ঘটনা ঘটায় আলম চৌধুরীর ছেলে রাসেল ও কালাম ফরাজীর ছেলে গিয়াস।
রোববার (৬ জুলাই) দুপুরে তজুমদ্দিন থানায় এসে এমন অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় বিকালে তজুমদ্দিন থানায় মামলা করেন ওই নারী (নং তজু(২)০৬/০৭/২০২৫)।
ভুক্তভোগী বিধবা নারী জানান, ঘটনার সময়ে তার মা বাড়িতে ছিলেন না। তিনি ঘরে একা বাচ্চা নিয়ে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে বাথরুমে যাওয়ার সময় স্থানীয় বখাটে গিয়াস উদ্দিন মুখ চেপে ধরে। পরে রাসেল আমাকে নির্যাতন (ধর্ষণ) করে। এরপর রাসেল ও গিয়াস পরপর ধর্ষণ করে এবং রাসেল মোবাইলে ভিডিও ধারণ করে।
ওই নারী বলেন, রাসেল ও গিয়াসের সাথে সম্পর্ক না রাখলে তারা গাঁজা দিয়ে তার ভাইকে ধরিয়ে দেবে এবং এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে যায়। অভিযুক্ত গিয়াস উদ্দিন আগে আওয়ামী লীগ করতো। এখন সদ্য বহিষ্কৃত ইউনিয়ন বিএনপি সেক্রেটারি ইব্রাহিম হাওলাদারের সক্রিয় কর্মী।
তজুমদ্দিন থানার ওসি মহব্বত খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৯ জুন দুপুরে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের কামারপট্টিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়। ৩০ জুন সেই ঘটনায় ভিকটিমের স্বামী রুবেল বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা করেন। ওই ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হযরত আলী উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। তিনি সান্তাহার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
৬ মিনিট আগেমেলা আয়োজকের কাছে চাঁদা দাবির অডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে শো’কজ করেছে কেন্দ্রীয় কমিটি।
১০ মিনিট আগেচট্টগ্রামে প্রথমবারের মতো দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৭ জুলাই) রাতে নগরীর একটি বেসরকারি ল্যাব—এপিক হেলথ কেয়ারে রক্তের নমুনা পরীক্ষায় তাদের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ে।
১৭ মিনিট আগেসোমবার রাতে একটি টিম নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে