ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের মারামারির প্রতিবাদে দুই শর্তে ধর্মঘট প্রত্যাহার করেছে বাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে বাস মালিক ও সিএনজি মালিকদের যৌথ মতবিনিময় ও আলোচনা সভা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো. মিজানুর রহমান।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ২ শর্তে আমরা বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে একাত্মতা ঘোষণা করেছেন জেলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান।
তবে বাংলাদেশ অটোরিকশা শ্রমিক ফেডারেশনের ভোলা জেলা সভাপতি মাকসুদুর রহমান বলেন, আমাদেরকে আগের মতই স্বাভাবিক নিয়মে চলতে দিতে হবে। যাদের কোন সিএনজি নেই তারা এ সিদ্ধান্ত মেনে নিয়েছে।
গত রোববার ভোলার বাংলাবাজার এলাকায় সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাস ও সিএনজি শ্রমিকদের মারামারি হয়। ওই খবর ভেদুরিয়া, লালমোহন ও কুঞ্জেরহাটে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে ভোলার ৫টি রুটে বাস ধর্মঘট ঘোষণা করে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

