আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ ( সদও,মির্জাগঞ্জ ও দুমকি) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত ধানের-শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার বেলা দুপুর ১২ টায় পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান।

আলতাফ হোসেন চৌধুরীর সাথে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরীফ মো. সালাহউদ্দিন, প্রধান নির্বাচনী এজেন্ট অ্যড. মো. আনিসুর রহমান।

মনোনয়ন পত্র দাখিল শেষে আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনের পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার সম্মানিত ভোটারসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন