তজুমদ্দিনে দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২১: ১৭
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২১: ৩৭

ভোলার তজুমদ্দিনের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তজুমদ্দিন উপজেলার মুচিবাড়ি কোণা নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্বাস।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৮ এর লেফট্যানেন্ট রিফাত শাহরিয়ার।

তজুমদ্দিন থানার ওসি আবদুল্লা আল মামুন বলেন, দুর্ধর্ষ ডাকাত আব্বাস দীর্ঘদিন যাবত ধরাছোঁয়ার বাইরে। তার বিরুদ্ধে তজুমদ্দিন ও মনপুরা থানায় একাধিক মামলা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত