অপারেশন ডেভিল হান্টে আ.লীগের দু’নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২১: ০৯

পটুয়াখালীর মির্জাগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আওয়ামী লীগের দু’নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় দেউলী সুবিদখালী ইউনিয়ন ও সকালে কাকড়াবুনিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান মৃধা (৬২) এবং কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আউয়াল বিশ্বাসকে (৫৫) পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মৃধা ও আউয়াল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। এ অভিযান অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত