সমিতির গ্রাহকবৃন্দর সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা

ভোলার চরফ্যাশনে প্রয়োজন সমবায় সমিতির গ্রাহকবৃন্দতে মব সৃষ্টি করে প্রতিষ্ঠানকে ধ্বংসের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার বিকেলে দক্ষিণ আইচায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রয়োজন সমবায় সমিতির মালিক নারী উদ্যোক্তা পিংকি আক্তার অভিযোগ তুলে বলেন, গত শনিবার আমি যথারীতি দক্ষিণ আইচায় প্রয়োজন সমবায় সমিতির কার্যালয়ে আসি, এসেই আমি গ্রাহকদের কয়েকজনকে তাদের এফডিআর এর মুনাফার টাকা নিতে আসতে বলি। এর কয়েক মিনিট পর কয়েকজন মিডিয়াকর্মী আমার কার্যালয়ে আসে, এরমধ্যে দেখি কয়েকজন অপরিচিত লোক নিজেদের প্রয়োজন সমবায় সমিতির গ্রাহক দাবি করে মিডিয়ায়
আমাকে ও আমার প্রতিষ্ঠানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দেয়। আমি তাদের কাছে সমিতিতে টাকা জমা রাখার প্রমাণ দাবি করলে, তারা কোনো প্রমাণ দেখাতে পারিনি। এরমধ্যে আরও শ’খানেক অচেনা লোক সমিতির সামনে এসে হট্টগোল তৈরি করে আমার প্রয়োজন শো-রুমে লুটপাট চালায় ও লুটপাটের প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে হার্ডডিস্ক নিয়ে যায়। আমি অফিস ও শোরুম বিক্রি করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছি মর্মে একটি মহল চারদিকে ভুয়া খবর ছড়িয়ে গ্রাহকদের সমিতির কার্যালয়ে জড়ো করে। অনেক গ্রাহক মব সৃষ্টিকারীদের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করার চেষ্টা করলে তারা সমিতির অনেক গ্রাহকদের মারধর করে। পরে থানা পুলিশের মধ্যস্থতায় গ্রাহকদের সাথে আমার আপস হয়।
সংবাদ সম্মেলনে উদ্যোক্তা পিংকিং আরও বলেন, একটি গ্রুপ ঘটনার ৪-৫ দিন আগে আমার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরা চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে আমার প্রয়োজন গ্রুপকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি আমার বিরোধী মহলকে বলবো, আপনারা আমার মতো নারী উদ্যোক্তার পিছনে না লেগে, নিজেরা প্রতিষ্ঠান তৈরি করুন, আমার মতো কর্মসংস্থান তৈরি করুণ।
কারা চাঁদা দাবি করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উদ্যোক্তা পিংকি বলেন, আমি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তাদের নাম বললে আমার বড় ধরনের ক্ষতি করতে চাইবে এরা। তাই এদের নাম বলছি না। এ বিষয়ে থানায় জিডি করবো। চাঁদাবাজদের প্রমাণ সংরক্ষিত রেখেছি। আমার প্রত্যাশা সরকার আমার মতো নারী উদ্যোক্তাদের নিরাপত্তায় কঠিন পদক্ষেপ নিবে।
সংবাদ সম্মেলনে প্রয়োজন সমবায় সমিতির গ্রাহক শাহানাজ বলেন, আমি এই সমিতিতে টাকা জমা রেখেছি। ঘটনার দিন সমিতিতে হট্টগোল হচ্ছে এমন খবর পেয়ে এসে দেখি কিছু অচেনা লোক পিংকি আপাকে ঘিরে রেখে ঝামেলা করছে। আমি ওনার খোঁজ নিতে এগিয়ে গেলে মব সৃষ্টিকারীরা আমার উপর হামলা করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে আমাকে কিল ঘুসি মারে। আমি চাই ওনার মতো একজন নারী উদ্যোক্তাকে টিকিয়ে রাখতে সরকার যেন সার্বিক সহায়তা করে।
গ্রাহক মরিয়ম বলেন আমি প্রায় দুই বছর আগে এই সমিতিতে বড় অংকের টাকা জমা রাখি। নিয়ম অনুসারে ভালো মুনাফা পাই। এর মধ্যে প্রয়োজন হাউজিং থেকে জমি কিনেছি। সমিতির মালিক পিংকি আক্তারের কথা ও কাজে অমিল পাইনি।
গ্রাহক রাসেল বলেন, আমাদের সমিতি নিয়ে গুটিকয়েক লোক যারা ষড়যন্ত্র করছে তারা সমিতির কেউ নয়, সমিতির গ্রাহকদের স্বার্থে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানাই। সংবাদ সম্মেলনে প্রয়োজন সমবায় সমিতির শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

ভোলার চরফ্যাশনে প্রয়োজন সমবায় সমিতির গ্রাহকবৃন্দতে মব সৃষ্টি করে প্রতিষ্ঠানকে ধ্বংসের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার বিকেলে দক্ষিণ আইচায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রয়োজন সমবায় সমিতির মালিক নারী উদ্যোক্তা পিংকি আক্তার অভিযোগ তুলে বলেন, গত শনিবার আমি যথারীতি দক্ষিণ আইচায় প্রয়োজন সমবায় সমিতির কার্যালয়ে আসি, এসেই আমি গ্রাহকদের কয়েকজনকে তাদের এফডিআর এর মুনাফার টাকা নিতে আসতে বলি। এর কয়েক মিনিট পর কয়েকজন মিডিয়াকর্মী আমার কার্যালয়ে আসে, এরমধ্যে দেখি কয়েকজন অপরিচিত লোক নিজেদের প্রয়োজন সমবায় সমিতির গ্রাহক দাবি করে মিডিয়ায়
আমাকে ও আমার প্রতিষ্ঠানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দেয়। আমি তাদের কাছে সমিতিতে টাকা জমা রাখার প্রমাণ দাবি করলে, তারা কোনো প্রমাণ দেখাতে পারিনি। এরমধ্যে আরও শ’খানেক অচেনা লোক সমিতির সামনে এসে হট্টগোল তৈরি করে আমার প্রয়োজন শো-রুমে লুটপাট চালায় ও লুটপাটের প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে হার্ডডিস্ক নিয়ে যায়। আমি অফিস ও শোরুম বিক্রি করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছি মর্মে একটি মহল চারদিকে ভুয়া খবর ছড়িয়ে গ্রাহকদের সমিতির কার্যালয়ে জড়ো করে। অনেক গ্রাহক মব সৃষ্টিকারীদের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করার চেষ্টা করলে তারা সমিতির অনেক গ্রাহকদের মারধর করে। পরে থানা পুলিশের মধ্যস্থতায় গ্রাহকদের সাথে আমার আপস হয়।
সংবাদ সম্মেলনে উদ্যোক্তা পিংকিং আরও বলেন, একটি গ্রুপ ঘটনার ৪-৫ দিন আগে আমার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরা চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে আমার প্রয়োজন গ্রুপকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি আমার বিরোধী মহলকে বলবো, আপনারা আমার মতো নারী উদ্যোক্তার পিছনে না লেগে, নিজেরা প্রতিষ্ঠান তৈরি করুন, আমার মতো কর্মসংস্থান তৈরি করুণ।
কারা চাঁদা দাবি করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উদ্যোক্তা পিংকি বলেন, আমি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তাদের নাম বললে আমার বড় ধরনের ক্ষতি করতে চাইবে এরা। তাই এদের নাম বলছি না। এ বিষয়ে থানায় জিডি করবো। চাঁদাবাজদের প্রমাণ সংরক্ষিত রেখেছি। আমার প্রত্যাশা সরকার আমার মতো নারী উদ্যোক্তাদের নিরাপত্তায় কঠিন পদক্ষেপ নিবে।
সংবাদ সম্মেলনে প্রয়োজন সমবায় সমিতির গ্রাহক শাহানাজ বলেন, আমি এই সমিতিতে টাকা জমা রেখেছি। ঘটনার দিন সমিতিতে হট্টগোল হচ্ছে এমন খবর পেয়ে এসে দেখি কিছু অচেনা লোক পিংকি আপাকে ঘিরে রেখে ঝামেলা করছে। আমি ওনার খোঁজ নিতে এগিয়ে গেলে মব সৃষ্টিকারীরা আমার উপর হামলা করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে আমাকে কিল ঘুসি মারে। আমি চাই ওনার মতো একজন নারী উদ্যোক্তাকে টিকিয়ে রাখতে সরকার যেন সার্বিক সহায়তা করে।
গ্রাহক মরিয়ম বলেন আমি প্রায় দুই বছর আগে এই সমিতিতে বড় অংকের টাকা জমা রাখি। নিয়ম অনুসারে ভালো মুনাফা পাই। এর মধ্যে প্রয়োজন হাউজিং থেকে জমি কিনেছি। সমিতির মালিক পিংকি আক্তারের কথা ও কাজে অমিল পাইনি।
গ্রাহক রাসেল বলেন, আমাদের সমিতি নিয়ে গুটিকয়েক লোক যারা ষড়যন্ত্র করছে তারা সমিতির কেউ নয়, সমিতির গ্রাহকদের স্বার্থে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানাই। সংবাদ সম্মেলনে প্রয়োজন সমবায় সমিতির শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের ছোট সাজ্জাদ এখন এক অদ্ভুত অবস্থানের নাম। জেলখানায় বন্দি, কিন্তু বাহিরের পুরো অপারেশন চলছে তার নির্দেশে। কেউ কেউ একে বলেন, 'রিমোট কন্ট্রোল রাজত্ব'। যেখানে জেলের ভেতর থেকেই সাজ্জাদ ঠিক করেন কে কোথায় যাবে, কার বিরুদ্ধে অ্যাকশন হবে, এমনকি কোন এলাকায় কবে মুভ করবে তার বাহিনী।
৩ ঘণ্টা আগে
আবারও রক্তে ভিজলো চট্টগ্রামের রাউজান। বুধবার মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির কর্মী পাঁচ গুলিবিদ্ধ হয়েছেন।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামে গত এক বছরে অন্তত ৭ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় প্রতিটি হত্যাই ঘটেছে জনবহুল এলাকায়, দিনের আলোয়। হত্যার পর লাশ উদ্ধারে আসে পুলিশ, কিন্তু কোনো ঘটনাতেই ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। এর মধ্যে এক ঘটনায় সন্ত্রাসীদের গোলাগুলির মুখে পুলিশ সদস্যরাই পালিয়ে যান।
৫ ঘণ্টা আগে
গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হতে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর।
৬ ঘণ্টা আগে