দুর্নীতিতে চ্যাম্পিয়নদের জনগণ ভোট দেবে না: মুফতি ফয়জুল করিম

বরিশাল অফিস
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২৩: ২৯
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৫: ৪৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, বলেছেন, আওয়ামী লীগ- বিএনপি একই গাছের দুটি ডাল বা একই মুদ্রার এপিঠ ওপিঠ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার পুত্র জয় বলেছেন, মৌলবাদ ঠেকাও। আওয়ামী লীগের পতনের পরে এবার তারেক রহমান একই সুরে বলছেন মৌলবাদ ঠেকাও। আওয়ামী লীগের আমলে বলা হতো ধর্মান্ধ আর একটি এখনও বলা হচ্ছে ধর্মান্ধ। তাই আওয়ামী লীগ-বিএনপি একই মুদ্রার এপিঠ ওপিঠ।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টায় নগরীর গীর্জা মহল্লায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাবেশে তিনি আরো বলেন, ৫ আগস্টের আগে বরিশালসহ সারা দেশের বাস স্টান্ড ও টেম্পুস্টান্ড আওয়ামী লীগের দখলে ছিলো। ৫ আগস্টের পর এখন একটি দলের দখলে রয়েছে।

সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, লুটপাট চলছে। এসব কারা করছে তা সবাই জানে। তিনি বলেন, বিএনপি ১৯৯১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত দূনীতিতে ৫ বার চ্যাম্পিয়ান হয়েছে। তারা জিয়ার আমলে এটা হয়েছে, ওটা হয়েছে কিন্তু ১৯৯১ সাল থেকে ৯৬ সাল এবং ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় গিয়ে কি করেছে তা কখনোই বলছে না। যারা বার বার দূনীতিতে চ্যাম্পিয়ান হন মানুষ তাদের ভোট দিবে না।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী আওয়ামী লীগের ও সংখ্যালঘু হিন্দুদের ভোট রয়েছে। অনেকে বলে এসব ভোট কাদের দেবে। তিনি বলেন, হিন্দুরা দুটি জিনিস চায়, তারা চায় ধর্মীয় স্বাধীনতা ও জান মালের নিরাপত্তা। যে ব্যক্তি কোন দিন মানুষের উপর জুলুম করেননি, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণ, চুরি-ডাকাতি করেনি তারা কারো উপর জুলুম করতে পারে না।

যারা এসব অপকর্র সাথে জড়িত সংখ্যালঘু ও আওয়ামী লীগের সমর্থকরা তাদের ভোট দিবে না। যদি কোন ব্যক্তি সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে তা কেবলমাত্র ইসলামই পারে। তিনি বলেন, যারা দূনীতিতে বারবার চ্যাম্পিয়ান হয়েছে, ক্ষমতায় যাওয়োর আগেই যা করছে এবং ক্ষমতায় গেলে কি করবে তা আল্লাহই ভালো জানেন।

ইসলামকে একবার পরীক্ষা করার আহ্বান জানিয়ে ফয়জুল করীম, বলেন, মানুষ এখন আর আগের মতো নেই, এখন অনেক সচেতন হয়েছে। বিএনপি জনগণের পরীক্ষায় বার বার ফেল করেছে। তাই আগামীতে মানুষ ইসলামকেই বেছে নিবে।

সমাবেশের শেষ পর্যায়ে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, যারা নৌকার নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শিষের প্রার্থী হন তারা ধান কাটতে পারে না, আর যারা লাঙ্গলের প্রার্থী হয় তারা জমি চাষ করতে পারে না। যারা নৌকা চালায়, ধান লাগায় এবং জমি চাষ করে তারা গরীব কৃষক আর যারা এসব প্রতীক নিয়ে নির্বাচন করে তারা ধনী শ্রেনীর।

সাধারণ মানুষের সাথে এদের কোন কাজে আসে না। কিন্তু হাতপাখা সবাই চালাতে পারে। সবার হাতপাখার প্রয়োজন আঠছ। তাই আগামী নির্বাচনে তিনি হাতপাখা তথা ইসলামের পক্ষে ভোট চান। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মিশকাতুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন, মো. লোকমান হাকিম, মো. নাছির আহম্মেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত