পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামে এক কিশোরী গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার রাত ৮টায় কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আরিফা বরিশালের বায়োরগাতি এলাকার আব্দুল খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী রিফাত একই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় চার মাস আগে রিফাত-আরিফা দম্পতি কুয়াকাটায় এসে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। রিফাত স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।
প্রতিবেশীরা জানান, তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ দেখা যেত। ঘটনার রাতে হঠাৎ তাদের ঘর থেকে কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে ভেতরে রক্তাক্ত অবস্থায় আরিফার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা আক্কাস বলেন, ‘কান্নার শব্দ শুনে গিয়ে দেখি ঘরের ভেতরে মেয়েটির নিথর দেহ পড়ে আছে। অন্য এক বাসিন্দা শহিদ বলেন, ‘ঘুম থেকে উঠে এসে দেখি পুরো ঘর রক্তে ভেজা, আর রিফাত দরজার সামনে বসে আছেন।’
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে মহিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

