ভোলায় বিএনপি-বিজেপি পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩০

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৫: ৪৯
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৮: ১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে ভোলায় বিএনপি ও বিজেপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষে ৩০ জন আহত হয়েছে।

শনিবার (১ নভেম্বর ২০২৫) ভোলা নতুন বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। ভাঙচুর করা হয়েছে জেলা বিজেপির কার্যালয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভোলা জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীরের মনোনয়নের পক্ষে নেতাকর্মীরা মহাজনপতি দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে জড়ো হয়।

এদিকে নতুন বাজার জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর মনোনয়নের পক্ষে নেতাকর্মীরা স্লোগানে দিয়ে জড়ো হতে থাকে। কিছুক্ষণ পর বিএনপি তাদের জেলা কার্যালয় থেকে মিছিল নিয়ে নতুন বাজার বিজেপি কার্যালয়ের দিকে আসতে থাকে। এ সময় বিজেপি নেতাকর্মীরা বিএনপির মিছিল নতুন বাজারের দিকে আসতে বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। একপর্যায়ে বিএনপি কর্মীদের ধাওয়া খেয়ে বিজেপি নেতাকর্মীরা সরে গেলে জেলা বিজেপির কার্যালয়ের কিছু অংশ ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে এখনো উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ আমার দেশকে জানান, আমরা বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর পক্ষে প্রচার-প্রচারণার জন্য একটি র‍্যালি করার প্রস্তুতি নিচ্ছিলাম, এ সময় বিএনপি নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে এবং আমাদের অফিস ভাঙচুর করে। এতে আমাদের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। আমি মনে করি ৫ আগস্টের পরে আমরা যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের দিকে যাচ্ছি সেই সুষ্ঠু আর সুন্দর পরিবেশ সামনে আর থাকছে না। ফ্যাসিস্টদের সাথে নিয়েই বিএনপি আমাদের উপর হামলা করেছে এমন দাবি বিজেপি নেতার। আমরা এই হামলার বিচার জনগণের কাছে দিলাম।

এদিকে এই ঘটনায় জেলা বিএনপি তাৎক্ষণিক জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিজেপি হামলা করেছে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, বিজেপি'র ৩০-৪০ জনের মতো আহত আছে। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত