আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'জুলাই-৩৬' স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'জুলাই-৩৬' স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে 'জুলাই-৩৬' স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এ স্মৃতিফলকের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। স্মৃতিফলকটি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট সংলগ্ন স্থানে নির্মিত হবে। 'জুলাই-৩৬' স্মৃতিফলকের নকশা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ হত্যার পর ১৭ জুলাই শহীদদের স্মরণে দেশের প্রথম স্মৃতিফলক প্রাথমিকভাবে স্থাপন করেন ববি শিক্ষার্থীরা। সেটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন