আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তালতলীতে এক যুবককে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

তালতলীতে এক যুবককে কুপিয়ে হত্যা

বরগুনার তালতলীতে পূর্বশত্রুতার জেরে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তরুণের নাম আরাফাত খান (২২)। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আরাফাত খান উপজেলার কচুপাত্রা এলাকার আবদুল জলিল খানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ওই ঘটনায় গুরুতর আহত হাবিব উল্লাহকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরাফাত খানের বাবা আবদুল জলিল খান অভিযোগ করে বলেন, মাদক বেচাকেনায় বাধা দেওয়ায় আমার ছেলেকে শহীদ সিকদার ও তার ছেলেরা কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

জানা গেছে, তালতলী উপজেলার পচাকোড়িয়া ইউনিয়নের কলা রং গ্রামের শহীদ সিকাদার, তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিত সিকদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে।

গত বৃহস্পতিবার শহীদ সিকদারের ছেলে সোহেল সিকদার ও আরাফাত সিকদার কচুপাত্রা বাজারে মাদক বিক্রি করতে আসে। তখন আরাফাত খান বাঁধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। শনিবার রাত নয়টার দিকে মোটর সাইকেল চালক আরাফাত খান প্রতিবেশী হাবিব উল্লাহকে নিয়ে কচুপাত্রা পুরাতন বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ওত পেতে থাকা মাদক বিক্রেতা শহীদ সিকদার, তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিদ সিকদারসহ ১০-১২ জন সন্ত্রাসী আরাফাত খানের মোটর সাইকেলের গতিরোধ করে।

পরে মোটর সাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীদের ভয়ে আরাফাতকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এ সময় মোটর সাইকেলে থাকা তার প্রতিবেশী হাবিব উল্লাহ গুরুতর জখম হয়।

পরে স্থানীয় লোকজন ওই দুজনকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় আরাফাতকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক রাসেদ মাহমুদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন