বরগুনায় নির্বাচনি আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৫: ০১

বরগুনার আমতলী উপজেলায় নির্বাচনি আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সাংসদ অধ্যাপক অ্যাডভোকেট মজিদ মল্লিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম ভিপি মানুন, সদস্য সচিব তুহিন মৃধা, বেসরকারি সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বাদল, মকবুল খাঁন, পৌর বিএনপির আহবায়ক কবির ফকির, বিআরডিবির চেয়ারম্যান মাইনুদ্দিন মামুন ও সৈয়দ আসাদুজ্জামান কাওসার প্রমুখ।

বিএনপির প্রায়াত মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের সাবেক (এপিএস) বরগুনা জেলা বিএনপির সদস্য ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, সুষম উন্নয়ন নিশ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীর কন্ঠস্বর মহান সংসদে পৌঁছানো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, নদী ভাঙন প্রতিরোধসহ মৌলিক অধিকার সুনিশ্চিতের লক্ষে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন পুনর্বহালের বিকল্প নেই।

তিনি আরো বলেন, নিবার্চন কমিশন বরগুনা জেলার সাড়ে ১২ লাখ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করবেন।

সাবেক সংসদ সদস্য অধ্যাপক অ্যাডভোকেট মজিদ মল্লিক বলেন, ভেগৗলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে নিবার্চন কমিশন বরগুনা জেলার সংসদীয় তিনটি আসন পুর্নবহাল দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, নিবার্চন কমিশন খসরা তালিকা প্রকাশ করলেও বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করবেন বলে বিশ্বাস করি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত