আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশাল অফিস

স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)’সহ দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসা সংকট ও অবকাঠামোগত দুর্বলতার প্রতিবাদে বরিশালে ‘ছাত্র-জনতা’র পক্ষ থেকে সড়ক অবরোধ করা হয়েছে।

চলমান আন্দোলনের ১৪তম দিনে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দীন রনি।

আন্দোলনকারীরা শেখ হাসিনা সরকারকে সরিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় আনার কথা উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে জনগণের ভোগান্তি দেখতে শেবাচিমে আসার আহ্বান জানান। একই সাথে তারা সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কারের জন্য একটি কমিশন গঠন, নতুন তদন্ত, সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান।

আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন, কেন তাদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে? তারা বলেন, সেবা নিতে গিয়ে ভোগান্তি বা অবহেলায় মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। ১৪ দিনের এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সরাসরি আলোচনার জন্য তারা সকাল ১১টা থেকে এই কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচিতে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনসহ সাধারণ মানুষ অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...