ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাড়ি এখন বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির শোকে স্তব্ধ। শোকের মাতম চলছে তার শিক্ষাপ্রতিষ্ঠান ঝালকাঠির এসএস কামিল মাদরাসায়। শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ রয়ে গেছে নলছিটিবাসীর। তবে দ্রুত সময়ের মধ্যে হত্যারকারী সর্বোচ্চ বিচার দাবি করেছে জেলাবাসী।
শহীদ শরীফ ওসমান হাদির শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী জানান, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের এক কন্ঠস্বর। ২০০০ সালে ঝালকাঠির নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে ২০০৭ সালে দাখিল ও ২০০৯ সালে আলিম শেষ করেন। তখন জেলা পর্যায়ে অনেক পুরস্কার অর্জন করেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ চুকান। স্বজনদের পাশাপাশি গ্রামবাসী, শিক্ষক ও সহপাঠিদের কাছে হাদি যেন কেবল একটি নাম নয়, চব্বিশের গনঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়ায় প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি। তাইতো তার নিহতের ঘটনা মানতে পারছে না কেউই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

