আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমতলীতে প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

আমতলীতে প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

বরগুনার আমতলীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চম্পা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে চম্পা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের স্বামী শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন।

চম্পা বেগম মৃত্যুকালে ৮ বছরের এক ছেলে সন্তান রেখে গেছেন। জানা গেছে, তিনি আমতলীর প্রথম ডেঙ্গু রোগী, যিনি আক্রান্ত হয়ে মারা গেলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন