আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, শূন্য হাতে ফিরছেন জেলেরা

মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা (পটুয়াখালী)

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, শূন্য হাতে ফিরছেন জেলেরা
সমুদ্র এখন উত্তাল। তাই সারি সারি মাছ ধরার ট্রলার ঘাটে বাঁধা। ছবি: আমার দেশ

মৌসুমী বায়ু প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্র এখন উত্তাল। ঢেউয়ের উচ্চতা বেড়েছে, উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এমন বৈরী আবহাওয়ায় মাছ ধরার ট্রলারগুলো শূন্য হাতে ঘাটে ফিরে আসছে।

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলার পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্র এখন উত্তাল। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। এদিকে মাছ ধরার জন্য সমুদ্রে যাওয়া জেলেরা পড়েছেন চরম বিপাকে। বৈরী আবহাওয়ার কারণে তারা সমুদ্র থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

জেলে শাহাবুদ্দিন মাঝি বলেন, ‘পরশু দিন সমুদ্রে গিয়েছিলাম। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় ভোরে ফিরে এসেছি। ২ লাখ ২০ হাজার টাকার বাজার-সদাই নিয়ে গিয়েছিলাম, কিন্তু মাছ বিক্রি করেছি মাত্র ৮০ হাজার টাকার।’

জেলে আব্দুল কাদির বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর বারবার আবহাওয়া খারাপ হচ্ছে। এছাড়া ছান্দি জালে তেমন মাছ ধরা পড়ছে না। বাজার-সদাই করে সমুদ্রে গিয়ে খালি হাতে ফিরে আসছি।’ মাঝি এখলাস গাজী বলেন, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞার পর আমরা সমুদ্রে গিয়ে তেমন একটা লাভ করতে পারিনি। দুই-একদিন মাছ ধরার পরই আবার বৈরী আবহাওয়া শুরু হয়, বাধ্য হয়ে ঘাটে ফিরতে হয়। বাজার খরচের টাকাও উঠছে না, উল্টো ঋণ বাড়ছে।’

মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) রাজু আহমেদ রাজা মিয়া বলেন, ‘গতকাল রাত থেকেই সমুদ্র উত্তাল। অধিকাংশ ট্রলার ইতোমধ্যে ঘাটে ফিরেছে। দুই-একটি এখনো সমুদ্রে থাকলেও তারাও বিকালের মধ্যে ফিরে আসবে।’

বৈরী আবহাওয়া ও বারবার সমুদ্রে যেতে না পারায় জেলেদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। একই সঙ্গে স্থানীয় মাছ বাজারেও কমে গেছে সরবরাহ, যার প্রভাব পড়েছে দামে। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকলে সামনের দিনগুলোতে সংকট আরো বাড়তে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...