স্পোর্টস রিপোর্টার
ভোলায় তাবলিগ জামাতের জুবায়েরপন্থিদের একটি অবস্থান কর্মসূচি চলাকালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরীফ। মাথা, চোখ ও রানে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি তাৎক্ষণিকভাবে ভোলা সদর হাসপাতালে এবং পরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন।
সেখানে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে বর্তমানে সংশ্লিষ্ট চিকিৎসকের তত্ত্বাবধানে বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
সূত্রমতে, এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের নামে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ইউনুছ শরীফ।
মামলায় উল্লেখিত আসামীরা হলেন—মো. রিয়াজ, মো. কিবরিয়া, এম আব্দুর রব ও মোহাম্মদ রাকিব। তারা সবাই স্থানীয় তাবলিগ অনুসারী এবং একটি ইসলামি দলের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এদিকে আমার দেশ প্রতিনিধির ওপর হামলার ঘটনায় তাবলিগ জামাতের কেউ জড়িত নন বলে জানিয়েছেন সংগঠনটির মিডিয়া বিভাগের সাথী হাবিবুল্লাহ রায়হান।
গতকাল তিনি আমার দেশকে বলেন, আমাদের কেউ এই হামলা করেনি। জমায়েতের সময় অন্য কেউ হামলা করতে পারে। তবে এ ঘটনায় জুবায়েরপন্থিদের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। তাবলিগের জুবায়েরপন্থি মুরব্বি ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান একই ধরনের মন্তব্য করেন।
এ বিষয়ে ইউনুছ শরীফ জানান, গত মঙ্গলবার ভোলা শহরের রাস্তা অবরুদ্ধ করে তাবলিগের জুবায়েরপন্থিদের অবস্থান কর্মসূচি চলছিল। ফুটপাত দিয়ে নারীসহ জনগণের যাতায়াত উন্মুক্ত করে দেওয়ার কথা বলায় উত্তেজিত হয়ে তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।
তাকে প্রথমে ভোলা সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। হামলাকারীরা তাবলিগ অনুসারী এবং একটি ইসলামি দলের কর্মী। হামলায় তার মাথা কেটে যাওয়ায় হাসপাতাল থেকে সাতটি সেলাই দিতে হয়েছে।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ভোলা প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান। এ ঘটনায় প্রতিবাদ জানান ভোলার সিনিয়র সাংবাদিক আলহাজ শওকত হোসেন, অ্যাডভোকেট নজরুল হক অনু, ওমর ফারুক আলামিন শাহরিয়ার, মাকসুদুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা।
অপরদিকে এই ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তি দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসাইন, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন প্রমুখ।
ভোলায় তাবলিগ জামাতের জুবায়েরপন্থিদের একটি অবস্থান কর্মসূচি চলাকালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরীফ। মাথা, চোখ ও রানে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি তাৎক্ষণিকভাবে ভোলা সদর হাসপাতালে এবং পরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন।
সেখানে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে বর্তমানে সংশ্লিষ্ট চিকিৎসকের তত্ত্বাবধানে বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
সূত্রমতে, এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের নামে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ইউনুছ শরীফ।
মামলায় উল্লেখিত আসামীরা হলেন—মো. রিয়াজ, মো. কিবরিয়া, এম আব্দুর রব ও মোহাম্মদ রাকিব। তারা সবাই স্থানীয় তাবলিগ অনুসারী এবং একটি ইসলামি দলের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এদিকে আমার দেশ প্রতিনিধির ওপর হামলার ঘটনায় তাবলিগ জামাতের কেউ জড়িত নন বলে জানিয়েছেন সংগঠনটির মিডিয়া বিভাগের সাথী হাবিবুল্লাহ রায়হান।
গতকাল তিনি আমার দেশকে বলেন, আমাদের কেউ এই হামলা করেনি। জমায়েতের সময় অন্য কেউ হামলা করতে পারে। তবে এ ঘটনায় জুবায়েরপন্থিদের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। তাবলিগের জুবায়েরপন্থি মুরব্বি ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান একই ধরনের মন্তব্য করেন।
এ বিষয়ে ইউনুছ শরীফ জানান, গত মঙ্গলবার ভোলা শহরের রাস্তা অবরুদ্ধ করে তাবলিগের জুবায়েরপন্থিদের অবস্থান কর্মসূচি চলছিল। ফুটপাত দিয়ে নারীসহ জনগণের যাতায়াত উন্মুক্ত করে দেওয়ার কথা বলায় উত্তেজিত হয়ে তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।
তাকে প্রথমে ভোলা সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। হামলাকারীরা তাবলিগ অনুসারী এবং একটি ইসলামি দলের কর্মী। হামলায় তার মাথা কেটে যাওয়ায় হাসপাতাল থেকে সাতটি সেলাই দিতে হয়েছে।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ভোলা প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান। এ ঘটনায় প্রতিবাদ জানান ভোলার সিনিয়র সাংবাদিক আলহাজ শওকত হোসেন, অ্যাডভোকেট নজরুল হক অনু, ওমর ফারুক আলামিন শাহরিয়ার, মাকসুদুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা।
অপরদিকে এই ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তি দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসাইন, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন প্রমুখ।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে